পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদ হবে ভাগ্যনগর, নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করলেন যোগী আদিত্যনাথ। এবার বিধানসভা ভোটের আগে হায়দরাবাদের নাম পরিবর্তন ইস্যুকে হাতিয়ার করল বিজেপি। হায়দরাবাদে জনসভা করতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, ‘বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করবে। নতুন নাম হবে ভাগ্যনগর।’ ২০২০-তে হায়দরাবাদ পুরসভার ভোটে প্রচার তিনি হায়দরাবাদকে ভাগ্যনগরে পরিণত করতে মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রসঙ্গত, আরএসএস এবং বিজেপির বিভিন্ন সারির নেতারা হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করার দাবি তুলছেন দীর্ঘ দিন ধরে।
১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হায়দরাবাদ হবে ভাগ্যনগর, নির্বাচনী প্রচারে দাবি যোগীর
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার
- 180
ট্যাগ :
Hyderabad become Bhaggunagor Hyderabad to be Bhagyanagar Telengana assembly election yogi adityanath
সর্বধিক পাঠিত





























