২০২৩ এ চলবে হাইড্রোজেন চালিত ট্রেন

- আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 15
পুবের কলম ওয়েব ডেস্ক: হাইড্রোজেন চালিত পরিবেশ বান্ধব ট্রেনের চাকা গড়াবে ২০২৩ এ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের ৮ টি হেরিটেজ রুটে হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হবে। প্রথম ট্রেনটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০২৩ এ হরিয়ানায় ট্রেনটির ট্রায়াল রান হবে। এই ট্রেনগুলি দেখতে সাধারণ ট্রেনের মতই হবে। কিন্তু ডিজেল, বিদ্যুত বা বাষ্পের বদলে হাইড্রোজেনের সাহায্যে চলবে ট্রেনগুলি। সমুদ্র, নদীর জল থেকে ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন সংগ্রহ করা হবে। সেক্ষেত্রে দূষণ যেমন কমবে তেমনি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাও কমবে।
ভারতীয় রেলের আটটি হেরিটেজ রুটের একটি হল, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। হেরিটেজ রুটে এখন যে ট্রেনগুলি চলে, সেগুলি ডিজেল অথবা বাষ্প-চালিত। নতুন পদ্ধতিতে সফলভাবে ট্রেন চললে, ভবিষ্যতে দূষণ রোধে বড় ভূমিকা পালন করবে ভারতীয় রেল। হাইড্রোজেন চালিত ট্রেনগুলি ছোটো হবে। খুব বেশি হলে ৭-৮ টি কামরা থাকবে এই ট্রেনে।