০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জিতে দেশে ফিরতে পারি: রোহিত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২১, শুক্রবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা জানিয়ে দিলেন, এবার জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের ভালো সম্ভবনা রয়েছে টিম ইন্ডিয়ার।

প্রসঙ্গত, দু’দলের মধ্যে প্রথম টেস্ট ড্র হয়েছে। সতীর্থ দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘অনেক বছর হয়ে গেল, আমরা ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারিনি। কিন্তু এবার ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফেরার ভালো সুযোগ রয়েছে আমাদের। ম্যাচে ইংল্যান্ডের ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের বোলারদের। আমাদের শুরুর ও মাঝের সারির ব্যাটসম্যানেরা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে কাজটা মোটেই অসম্ভব নয়।’

উল্লেখ্য, চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রোহিত ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরিজ জিতে দেশে ফিরতে পারি: রোহিত

আপডেট : ১৩ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা জানিয়ে দিলেন, এবার জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের ভালো সম্ভবনা রয়েছে টিম ইন্ডিয়ার।

প্রসঙ্গত, দু’দলের মধ্যে প্রথম টেস্ট ড্র হয়েছে। সতীর্থ দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘অনেক বছর হয়ে গেল, আমরা ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারিনি। কিন্তু এবার ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফেরার ভালো সুযোগ রয়েছে আমাদের। ম্যাচে ইংল্যান্ডের ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের বোলারদের। আমাদের শুরুর ও মাঝের সারির ব্যাটসম্যানেরা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে কাজটা মোটেই অসম্ভব নয়।’

উল্লেখ্য, চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রোহিত ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন।