০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                কোহলির জন্যই টেস্ট দেখতাম: প্রীতি
                              							চামেলি দাস							
								
                                
                                - আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
 - / 191
 
পুবের কলম প্রতিবেদক: আর কি তিনি টেস্ট ক্রিকেট দেখবেন না? তেমনটা না জানালেও পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা জানিয়েছেন বিরাট কোহলিই তাঁকে টেস্ট ক্রিকেট দেখতে শিখিয়েছেন। এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি টেস্ট ক্রিকেট দেখতাম শুধুমাত্র বিরাট কোহলির জন্য। তিনি আমায় দারুণ উদ্বুব্ধ করতেন এবং তাঁর জন্যেই আধুনিক ক্রিকেটের চরিত্রও পালটে গিয়েছিল। আমার মনে হয় না, টেস্ট ক্রিকেট আর তার মতো থাকবে বলে।’ প্রীতি বলছেন, ‘রোহিত বিরাট অশ্বিনরা টেস্টে না থাকায় একটা গভীর শূন্যতা তৈরি হল। আমাদের তরুণ ক্রিকেটাররা কতটা সেই জায়গা ভরতে পারেন সেটাই এখন দেখার।’
																			
																		































