৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর কথা অমান্য করব না, দিদিকে ফোন করে বলব সিবিআই তদন্ত চাইঃ নিহত আনিসের বাবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্কঃ সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন ছাত্র নেতা আনিস খানের বাবা। সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি আগেও বলেছি আবার বললাম, আমি সিবিআই তদন্ত চাই। দিদি ফোন করে বলব সিবিআই তদন্ত চাই। এদিন আনিসে বাবা বলেন, সিটের ওপরে ভরসা নেই। আমার ছেলেকে পুলিশ মেরেছে। সিট তো পুলিশই। সেই সিটকে আমি কেন ভরসা করব। আনিসের বাবা আরও বলেন, মুখ্যমন্ত্রীর কথা অমান্য করব না। কিন্তু তিনি কেন সিবিআই তদন্ত করাচ্ছেন না বুঝতে পারছি না। সাসপেন্ড নয়, আমি চাই মূল দোষী ধরা পড়ুক।

এদিকে মুখ্যমন্ত্রীর সিট গঠনের নির্দেশ দেওয়া পরেই গঠিত হয়। আজ সেই সিট এলাকায় ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। মুখ্যমন্ত্রী সিট গঠনের নির্দেশ দেওয়ার পরেই গতকালই আমতা থানায় যান সিটের সদস্যরা। আজ তারা আনিসের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। যেখান থেকে আনিসকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ঠিক সেই জায়গা থেকে উচ্চতা মেপে দেখা হচ্ছে। জানা গেছে সেখানে প্রায় ২০ ফুট পাঁচিল রয়েছে। এদিকে

আরও পড়ুন: সুপ্রিমো ধাক্কা রাজ্যের, সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তই বহাল রাখলো শীর্ষ আদালত

সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে আনিসের বাবা সালেম খান বলেন, সকাল থেকে একই কথা বলছি, আমি ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাই। আমার ছেলেকে পুলিশ মেরেছে। আমি কেন চাইব পুলিশ তদন্ত করুক?  সিট তো পুলিশই। সিটকে আমি বিশ্বাস করি না। এদিকে আমতা থানার সামনে সিবিআই তদন্তের দাবি তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ।

আরও পড়ুন: মেডিকেল ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্র? সিবিআই তদন্তের নির্দেশে মৌখিক স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আরও পড়ুন: হাওড়ার ব্যবসায়ীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর কথা অমান্য করব না, দিদিকে ফোন করে বলব সিবিআই তদন্ত চাইঃ নিহত আনিসের বাবা

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন ছাত্র নেতা আনিস খানের বাবা। সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি আগেও বলেছি আবার বললাম, আমি সিবিআই তদন্ত চাই। দিদি ফোন করে বলব সিবিআই তদন্ত চাই। এদিন আনিসে বাবা বলেন, সিটের ওপরে ভরসা নেই। আমার ছেলেকে পুলিশ মেরেছে। সিট তো পুলিশই। সেই সিটকে আমি কেন ভরসা করব। আনিসের বাবা আরও বলেন, মুখ্যমন্ত্রীর কথা অমান্য করব না। কিন্তু তিনি কেন সিবিআই তদন্ত করাচ্ছেন না বুঝতে পারছি না। সাসপেন্ড নয়, আমি চাই মূল দোষী ধরা পড়ুক।

এদিকে মুখ্যমন্ত্রীর সিট গঠনের নির্দেশ দেওয়া পরেই গঠিত হয়। আজ সেই সিট এলাকায় ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। মুখ্যমন্ত্রী সিট গঠনের নির্দেশ দেওয়ার পরেই গতকালই আমতা থানায় যান সিটের সদস্যরা। আজ তারা আনিসের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। যেখান থেকে আনিসকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ঠিক সেই জায়গা থেকে উচ্চতা মেপে দেখা হচ্ছে। জানা গেছে সেখানে প্রায় ২০ ফুট পাঁচিল রয়েছে। এদিকে

আরও পড়ুন: সুপ্রিমো ধাক্কা রাজ্যের, সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তই বহাল রাখলো শীর্ষ আদালত

সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে আনিসের বাবা সালেম খান বলেন, সকাল থেকে একই কথা বলছি, আমি ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাই। আমার ছেলেকে পুলিশ মেরেছে। আমি কেন চাইব পুলিশ তদন্ত করুক?  সিট তো পুলিশই। সিটকে আমি বিশ্বাস করি না। এদিকে আমতা থানার সামনে সিবিআই তদন্তের দাবি তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ।

আরও পড়ুন: মেডিকেল ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্র? সিবিআই তদন্তের নির্দেশে মৌখিক স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আরও পড়ুন: হাওড়ার ব্যবসায়ীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি