১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“হিজাব ছাড়া কলেজে যাব না, এটি আমার সিদ্ধান্ত” হাইকোর্টের রায় প্রসঙ্গে কর্নাটকের ছাত্রী হিবা

পুবের কলম ওয়েবডেস্কঃ “ আমি হিজাব ছাড়া  কলেজে যাব না, এটি আমার সিদ্ধান্ত”। কর্নাটক হাইকোর্টের হিজাব সংক্রান্ত রায়ের পর এইভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন হিবা শেখ। হিবা কর্নাটকের পি. সতীশা পাই সরকারি কলেজের স্নাতক স্তরের একজন পড়ুয়া।

 

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

উল্লেখ্য গত ৪ঠা মার্চ হিজাব পরার জন্য হিবা কে হেনস্থা করে তারই কিছু পুরুষ সহপাঠী। যারা অখিল ভারতীয় বিশ্বহিন্দু পরিষদের সদস্য বলেই জানা গিয়েছে। হিবা তাঁর সহপাঠীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

তবে এরপর সাতই মার্চ ওই সহপাঠীরা হিবা সহ তাঁর ৬ জন মুসলিম সতীর্থের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করে। হিবা এবং তার মুসলিম সহপাঠীদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি এবং দৈহিক আক্রমণের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

সংবাদমাধ্যম কে হিবা জানান, যে ছাত্র এফআইআর দায়ের করেছেন তিনি ঘটনার দিন কলেজেই উপস্থিত ছিলেননা।

 

হিবা সাফ বলেন “বিনা হিজাব কে তৌ ম্যায় কলেজ না জাউঙ্গি (আমি হিজাব  ছাড়া কলেজে যাব না)। আপাতত, আমাদের অনলাইন ক্লাস আছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু কলেজ আবার চালু হলেও আমি হিজাব ছাড়া কলেজে যাব না। এটা আমার সিদ্ধান্ত।”

হিবা আরও জানিয়েছেন তিনি আগামীদিনে একজন পুলিশ অফিসার হতে চান।হিবা বলেন “আমরা আশাবাদী ছিলাম যে রায় আমাদের পক্ষে হবে। কিন্তু তা ঘটেনি,”

 

তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন “সুপ্রিম কোর্ট তাদের কাছে ন্যায়বিচার প্রদান করবে।”হিবা বলেন আমরা আশাবাদী ছিলাম যে রায় আমাদের পক্ষে হবে। কিন্তু তা ঘটেনি,”

 

উল্লেখ্য বুধবার সুপ্রিম কোর্ট হিজাব মামলায়  হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি প্রসঙ্গে জানিয়েছে  হোলি ছুটির পরে এই ইস্যুতে শুনানি হবে। প্রধানবিচারপতি রামান্না বলেন শীর্ষ আদালতের কাছে মামলার পাহাড় জমে আছে।

হিবা বলছেন আদালত বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ। এই ধরনের কথা  কখনো ভাববেন না। আপনার অধিকারের জন্য লড়াই করুন। কারণ এখন মুখবন্ধ করে বসে থাকলে আগামী দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

সর্বধিক পাঠিত

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“হিজাব ছাড়া কলেজে যাব না, এটি আমার সিদ্ধান্ত” হাইকোর্টের রায় প্রসঙ্গে কর্নাটকের ছাত্রী হিবা

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ “ আমি হিজাব ছাড়া  কলেজে যাব না, এটি আমার সিদ্ধান্ত”। কর্নাটক হাইকোর্টের হিজাব সংক্রান্ত রায়ের পর এইভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন হিবা শেখ। হিবা কর্নাটকের পি. সতীশা পাই সরকারি কলেজের স্নাতক স্তরের একজন পড়ুয়া।

 

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

উল্লেখ্য গত ৪ঠা মার্চ হিজাব পরার জন্য হিবা কে হেনস্থা করে তারই কিছু পুরুষ সহপাঠী। যারা অখিল ভারতীয় বিশ্বহিন্দু পরিষদের সদস্য বলেই জানা গিয়েছে। হিবা তাঁর সহপাঠীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

তবে এরপর সাতই মার্চ ওই সহপাঠীরা হিবা সহ তাঁর ৬ জন মুসলিম সতীর্থের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করে। হিবা এবং তার মুসলিম সহপাঠীদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি এবং দৈহিক আক্রমণের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

সংবাদমাধ্যম কে হিবা জানান, যে ছাত্র এফআইআর দায়ের করেছেন তিনি ঘটনার দিন কলেজেই উপস্থিত ছিলেননা।

 

হিবা সাফ বলেন “বিনা হিজাব কে তৌ ম্যায় কলেজ না জাউঙ্গি (আমি হিজাব  ছাড়া কলেজে যাব না)। আপাতত, আমাদের অনলাইন ক্লাস আছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু কলেজ আবার চালু হলেও আমি হিজাব ছাড়া কলেজে যাব না। এটা আমার সিদ্ধান্ত।”

হিবা আরও জানিয়েছেন তিনি আগামীদিনে একজন পুলিশ অফিসার হতে চান।হিবা বলেন “আমরা আশাবাদী ছিলাম যে রায় আমাদের পক্ষে হবে। কিন্তু তা ঘটেনি,”

 

তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন “সুপ্রিম কোর্ট তাদের কাছে ন্যায়বিচার প্রদান করবে।”হিবা বলেন আমরা আশাবাদী ছিলাম যে রায় আমাদের পক্ষে হবে। কিন্তু তা ঘটেনি,”

 

উল্লেখ্য বুধবার সুপ্রিম কোর্ট হিজাব মামলায়  হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি প্রসঙ্গে জানিয়েছে  হোলি ছুটির পরে এই ইস্যুতে শুনানি হবে। প্রধানবিচারপতি রামান্না বলেন শীর্ষ আদালতের কাছে মামলার পাহাড় জমে আছে।

হিবা বলছেন আদালত বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ। এই ধরনের কথা  কখনো ভাববেন না। আপনার অধিকারের জন্য লড়াই করুন। কারণ এখন মুখবন্ধ করে বসে থাকলে আগামী দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।