আইপিএলকে দুষে আইসিসিকে একহাত ইনজির

- আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্কঃ চলতি বছরের শেষদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানে ১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজে পাকিস্তান প্রথম সারির খেলোয়াড়দের স্কোয়াডে রাখলেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের ৮জন খেলোয়াড়ই আইপিএল খেলতে যাবেন। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রধান্য দেওয়ায় কিউয়ি ক্রিকেটারদের ওপর ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইনজি বলেন, ‘পাকিস্তান যেখানেই যাচ্ছে, তারা মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না। এপ্রিলে আমরা দক্ষিণ আফ্রিকা গেলাম, তারা তাদের খেলোয়াড়দের পাঠিয়ে দিল আইপিএলে। পাকিস্তানে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও ৮ খেলোয়াড় সফর থেকে নাম প্রত্যাহার করল আইপিএলের কারণে। আমার মনে হচ্ছে মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে না পারায় পাকিস্তান দল সঠিক অনুশীলন করতে পারছে না। খেলোয়াড়রা জাতীয় দলে না খেলে আইপিএলে খেলছে। আইসিসি কি ঘুমিয়ে আছে?’