২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দলের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে-অধীরকে হুঁশিয়ারি খাড়্গের

আবুল খায়ের
  • আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
  • / 36

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজেপি বিরোধী ‘ইণ্ডিয়া’ জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরিকে হুঁশিয়ারি দিলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্দেশ্যে খড়্গের মন্তব্য, অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, দলের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে।

এদিন মহারাষ্ট্রে ‘মহা আঘাডি জোটে’র বৈঠকে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন খড়্গে। সেখানে সম্প্রতি মমতার উদ্দেশে অধীরের করা মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে খড়্গে বলেন, “মমতাজি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন, অনেক দলই বাইরে থেকে সমর্থন করে। ইউপিএ আমলে কমিউনিস্টরাও বাইরে থেকে সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি মমতাজি আবারও বলেছেন যে সরকার গঠন হলে, ইন্ডিয়া সরকারে শামিল হবেন উনি। অর্থাৎ উনি জোটেই রয়েছেন।”

পাশপাশি অধীর প্রসঙ্গে জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, “অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ড রয়েছে, সেই সিদ্ধান্তও কার্যকর হবে। হাইকম্যান্ডের সিদ্ধান্তই সকলকে মানতে হবে। কেউ যদি তা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।”

সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ জোট গড়ে উঠেছে। সেই জোটে কংগ্রেসের সঙ্গে শামিল রয়েছে তৃণমূল, এমনকি বামেরাও। দিল্লি, মুম্বই, পটনার বৈঠকে সব দলের প্রতিনিধিরাও হাজির ছিলেন। জাতীয় স্তরের এই জোট গড়ে তুলতে তৃণমূল সুপ্রিমো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। শুধু তাই নয় এই জোটের নামকরণ ‘ইণ্ডিয়া’ (I.N.D.I.A)তাঁরই  করা একথাও প্রকাশ্যে জানিয়েছেন মমতা। কিন্তু বাংলায় আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বিরোধ বাধে তৃণমূলের। বিধানসভায় শূন্যে পৌঁছে গেলেও, রাজ্যে কংগ্রেস অন্যায্য ভাবে বেশি আসনের দাবি করছে বলে অভিযোগ তৃণমূলের। শুধু তাই নয় বাংলায় কংগ্রেস আসলে বিজেপি-কে সুবিধা করে দিচ্ছে বলেও অভিযোগ জোড়াফুল শিবিরের।

চলতি সপ্তাহে গত বুধবার শ্রীরামপুরের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে অঙ্ক কষে বলছে, এবার বিজেপি হবে পগার পার। জেনে রেখে দিন ইন্ডিয়া জোট, বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওরা এখানে বিজেপির সঙ্গে রয়েছে। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে আমরা বাইরে থেকে সবরকম সাহায্য করে দিয়ে সরকার গঠন করে দেব। যাতে বাংলার মা বোনেদের কোনওদিন অসুবিধা নয়। একশো দিনের কাজে কোনও দিন অসুবিধা না হয়।”

এরপরেই তৃণমূল বিরোধিতা করতে হাত ধুয়ে ময়দানে নেমে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি। মমতাকে নিয়ে লাগাতার কটাক্ষ করতে শোনা যায় অধীরকে। যদিও পরের দিন বৃহস্পতিবারই  তমলুকের সভা থেকে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে নিজের দলের অবস্থান স্পষ্ট করেন মমতা। তিনি বলেন, “অল ইন্ডিয়া লেভেলে আমাকে অনেকে ভুল ভেবেছেন আমি বলেছি বাংলায় কোনও জোট নেই। কিন্তু ইন্ডিয়ায় যে জোট তা আমিই তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব। আমরা জোটে আছি। এখানকার সিপিএম, এখানকার কংগ্রেস নেই। কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।”

সেই প্রসঙ্গে অধীরের মন্তব্য তিনি “মমতাকে বিশ্বাস করেন না। উনি বিজেপি-র সঙ্গেও হাত মেলাতে পারেন।” প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্য নিয়ে শুক্রবার খড়্গের প্রতিক্রিয়া চাওয়া হয়, তাতে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া বার্তাই দিলেন খড়্গে। খড়্গের এই মন্তব্য়ের পাল্টা প্রতিক্রিয়ায় অধীর বলেন, “বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করছি। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারব না।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে-অধীরকে হুঁশিয়ারি খাড়্গের

আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজেপি বিরোধী ‘ইণ্ডিয়া’ জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরিকে হুঁশিয়ারি দিলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্দেশ্যে খড়্গের মন্তব্য, অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, দলের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে।

এদিন মহারাষ্ট্রে ‘মহা আঘাডি জোটে’র বৈঠকে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন খড়্গে। সেখানে সম্প্রতি মমতার উদ্দেশে অধীরের করা মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে খড়্গে বলেন, “মমতাজি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন, অনেক দলই বাইরে থেকে সমর্থন করে। ইউপিএ আমলে কমিউনিস্টরাও বাইরে থেকে সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি মমতাজি আবারও বলেছেন যে সরকার গঠন হলে, ইন্ডিয়া সরকারে শামিল হবেন উনি। অর্থাৎ উনি জোটেই রয়েছেন।”

পাশপাশি অধীর প্রসঙ্গে জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, “অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ড রয়েছে, সেই সিদ্ধান্তও কার্যকর হবে। হাইকম্যান্ডের সিদ্ধান্তই সকলকে মানতে হবে। কেউ যদি তা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।”

সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ জোট গড়ে উঠেছে। সেই জোটে কংগ্রেসের সঙ্গে শামিল রয়েছে তৃণমূল, এমনকি বামেরাও। দিল্লি, মুম্বই, পটনার বৈঠকে সব দলের প্রতিনিধিরাও হাজির ছিলেন। জাতীয় স্তরের এই জোট গড়ে তুলতে তৃণমূল সুপ্রিমো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। শুধু তাই নয় এই জোটের নামকরণ ‘ইণ্ডিয়া’ (I.N.D.I.A)তাঁরই  করা একথাও প্রকাশ্যে জানিয়েছেন মমতা। কিন্তু বাংলায় আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বিরোধ বাধে তৃণমূলের। বিধানসভায় শূন্যে পৌঁছে গেলেও, রাজ্যে কংগ্রেস অন্যায্য ভাবে বেশি আসনের দাবি করছে বলে অভিযোগ তৃণমূলের। শুধু তাই নয় বাংলায় কংগ্রেস আসলে বিজেপি-কে সুবিধা করে দিচ্ছে বলেও অভিযোগ জোড়াফুল শিবিরের।

চলতি সপ্তাহে গত বুধবার শ্রীরামপুরের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে অঙ্ক কষে বলছে, এবার বিজেপি হবে পগার পার। জেনে রেখে দিন ইন্ডিয়া জোট, বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওরা এখানে বিজেপির সঙ্গে রয়েছে। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে আমরা বাইরে থেকে সবরকম সাহায্য করে দিয়ে সরকার গঠন করে দেব। যাতে বাংলার মা বোনেদের কোনওদিন অসুবিধা নয়। একশো দিনের কাজে কোনও দিন অসুবিধা না হয়।”

এরপরেই তৃণমূল বিরোধিতা করতে হাত ধুয়ে ময়দানে নেমে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি। মমতাকে নিয়ে লাগাতার কটাক্ষ করতে শোনা যায় অধীরকে। যদিও পরের দিন বৃহস্পতিবারই  তমলুকের সভা থেকে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে নিজের দলের অবস্থান স্পষ্ট করেন মমতা। তিনি বলেন, “অল ইন্ডিয়া লেভেলে আমাকে অনেকে ভুল ভেবেছেন আমি বলেছি বাংলায় কোনও জোট নেই। কিন্তু ইন্ডিয়ায় যে জোট তা আমিই তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব। আমরা জোটে আছি। এখানকার সিপিএম, এখানকার কংগ্রেস নেই। কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।”

সেই প্রসঙ্গে অধীরের মন্তব্য তিনি “মমতাকে বিশ্বাস করেন না। উনি বিজেপি-র সঙ্গেও হাত মেলাতে পারেন।” প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্য নিয়ে শুক্রবার খড়্গের প্রতিক্রিয়া চাওয়া হয়, তাতে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া বার্তাই দিলেন খড়্গে। খড়্গের এই মন্তব্য়ের পাল্টা প্রতিক্রিয়ায় অধীর বলেন, “বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করছি। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারব না।”