ট্রাম্পকে খোঁচা চিনা রাষ্ট্রদূতের
‘গুণ্ডাকে ছাড় দিলে মাথায় ওঠে’

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 146
পুবের কলম ওয়েবডেস্ক : ভারত-সহ নানা দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের কড়া জবাব দিলেন নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সু ফেইহং। ভারত-সহ একাধিক দেশের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কড়া জবাব দিতে গিয়ে বৃহস্পতিবার ‘এক্স’-এ তিনি লিখলেন, গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দিলে, সে এক মাইল কেটে নেবে। তাঁর সঙ্গে পোস্টে যুক্ত করেন চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মন্তব্যও; শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশকে দমন করা রাষ্ট্রসংঘের বাণিজ্যনীতির পরিপন্থী। এই নীতি দীর্ঘস্থায়ী হতে পারে না।
ওই দিনই চিনের পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে। এরপর ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন ওয়াং জানান, ট্রাম্পের ‘স্বেচ্ছাচারী শুল্ক হুমকি’র বিরুদ্ধে ব্রাজিলকে দৃঢ় সমর্থন করবে চিন। ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক ঘোষণার পরই ব্রাজিলের প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন, তাঁর ট্রাম্পের সঙ্গে আলোচনার কোনও ইচ্ছা নেই; বরং ভারত ও চিনের মতো ‘বন্ধু’ দেশগুলির সঙ্গে কথা বলবেন।
বছরের শুরুতেই চিন-আমেরিকা শুল্কযুদ্ধে জড়িয়ে পড়ে; যেখানে যুক্তরাষ্ট্র চিনের উপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ায়। জবাবে চিন শুল্ক ১২৫ শতাংশে সীমাবদ্ধ রেখে মন্তব্য করে, আমেরিকা আরও শুল্ক বাড়ালেও তা অর্থনৈতিকভাবে অর্থহীন হবে এবং শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতির ইতিহাসে হাস্যকর উদাহরণ হয়ে থাকবে।
যদিও ট্রাম্প এখনও সেই শুল্ক কার্যকর করেননি, এর মধ্যেই তিনি বছরের শেষ দিকে বাণিজ্য চুক্তি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ঘোষণা করেন। এই টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতের পাশে দাঁড়ানো চিনের এই অবস্থান কূটনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।