০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মদ ছাড়লেই মিলবে স্কলারশিপ! জেনে নিন কোথায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার
  • / 70

পুবের কলম ওয়েব ডেস্ক: বড়দের দেখা দেখি বা খারাপ সঙ্গী দোষে আজকাল ছোটরাও মদ বা অন্যান্য নেশার জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ছে।এমনকি মদের টাকা জোগাড় করতে তারা নানা উপায়ে খারাপ পথ অবলম্বন করছে।খারাপ নেশার চক্করে তারা তাদের পড়াশোনাও মাঝ পথে বন্ধ করে দিচ্ছে।এবার সেই সকল পড়ুয়াদের বা বাচ্চাদের কথা ভেবে মহারাষ্ট্র প্রশাসন বড় সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্র প্রশাসন।

 

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন

উল্লেখ্য, পশ্চিম মহারাষ্ট্রের সোলাপুরে এই বিশেষ প্রকল্পটি হল- মদ ছাড়লেই মিলবে স্কলারশিপ। অর্থাৎ প্রকল্পটির নাম “মদ খাওয়া বন্ধ কর, নাও স্কলারশিপ”।

আরও পড়ুন: স্কলারশিপের আবেদন জমা পড়ল ৪২ লক্ষ, টার্গেট ৪৫ লক্ষ, জানালো বিত্ত নিগম

এই প্রসঙ্গে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট তথা বিডিও অফিসার মনোজ রাঔত জানিয়েছেন, সোমবার স্বাধীনতা দিবসের দিন এই প্রকল্পের সূচনা হবে।এবং যে সব কিশোর বা যুবক এই স্কলারশিপ নিতে আগ্রহী তাদের কাজ হবে একটি খালি মদের বোতলকে লাথি মেরে দূরে ফেলে দেওয়া। সেই সঙ্গে তাদের শপথ নিতে হবে তারা আর মদ খাবে না। এর ঠিক এক বছর পর, আগামী স্বাধীনতা দিবসের দিন তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সম্বর্ধনা পাবে। তুলে দেওয়া হবে স্কলারশিপের টাকা।বিডিও জানিয়েছেন, দুটি এনজিও এই প্রকল্পকে চরিতার্থ করতে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: জি ডি বৃত্তি প্রদান আল আলাম মিশনে

ইতিমধ্যেই, প্রতিটি পঞ্চায়েত দফতরকে এই প্রকল্পের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।তবে এখন শুধু আপাতত কিশোরদের দিয়ে শুরু হচ্ছে এই প্রকল্প।তবে পরবর্তীকালে বড়দের জন্যও পৃথক উদ্যোগ নেওয়ার চিন্তা পরিকল্পনাও করেছেন তারা বলেই জানান।

 

প্রসঙ্গত, মদের অপকারিতা ও এর ফলাফল সম্বন্ধে আমরা সকলেই অবগত। সব জানার পরেও মদের প্রতি অনেকেই আসক্ত হয়ে পড়ে।এমনকি ভারত তথা বিশ্বজুড়ে বহু ক্ষেত্রে অত্যধিক মদ্যপানের ফলেই অনেকের মৃত্যু হয়েছে। অনেকে নিজের দিনের রোজগারের সবটুকুই মদের জন্য খরচ করে। পরিবারে এই নিয়ে অশান্তিও হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদ ছাড়লেই মিলবে স্কলারশিপ! জেনে নিন কোথায়

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বড়দের দেখা দেখি বা খারাপ সঙ্গী দোষে আজকাল ছোটরাও মদ বা অন্যান্য নেশার জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ছে।এমনকি মদের টাকা জোগাড় করতে তারা নানা উপায়ে খারাপ পথ অবলম্বন করছে।খারাপ নেশার চক্করে তারা তাদের পড়াশোনাও মাঝ পথে বন্ধ করে দিচ্ছে।এবার সেই সকল পড়ুয়াদের বা বাচ্চাদের কথা ভেবে মহারাষ্ট্র প্রশাসন বড় সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্র প্রশাসন।

 

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন

উল্লেখ্য, পশ্চিম মহারাষ্ট্রের সোলাপুরে এই বিশেষ প্রকল্পটি হল- মদ ছাড়লেই মিলবে স্কলারশিপ। অর্থাৎ প্রকল্পটির নাম “মদ খাওয়া বন্ধ কর, নাও স্কলারশিপ”।

আরও পড়ুন: স্কলারশিপের আবেদন জমা পড়ল ৪২ লক্ষ, টার্গেট ৪৫ লক্ষ, জানালো বিত্ত নিগম

এই প্রসঙ্গে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট তথা বিডিও অফিসার মনোজ রাঔত জানিয়েছেন, সোমবার স্বাধীনতা দিবসের দিন এই প্রকল্পের সূচনা হবে।এবং যে সব কিশোর বা যুবক এই স্কলারশিপ নিতে আগ্রহী তাদের কাজ হবে একটি খালি মদের বোতলকে লাথি মেরে দূরে ফেলে দেওয়া। সেই সঙ্গে তাদের শপথ নিতে হবে তারা আর মদ খাবে না। এর ঠিক এক বছর পর, আগামী স্বাধীনতা দিবসের দিন তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সম্বর্ধনা পাবে। তুলে দেওয়া হবে স্কলারশিপের টাকা।বিডিও জানিয়েছেন, দুটি এনজিও এই প্রকল্পকে চরিতার্থ করতে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: জি ডি বৃত্তি প্রদান আল আলাম মিশনে

ইতিমধ্যেই, প্রতিটি পঞ্চায়েত দফতরকে এই প্রকল্পের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।তবে এখন শুধু আপাতত কিশোরদের দিয়ে শুরু হচ্ছে এই প্রকল্প।তবে পরবর্তীকালে বড়দের জন্যও পৃথক উদ্যোগ নেওয়ার চিন্তা পরিকল্পনাও করেছেন তারা বলেই জানান।

 

প্রসঙ্গত, মদের অপকারিতা ও এর ফলাফল সম্বন্ধে আমরা সকলেই অবগত। সব জানার পরেও মদের প্রতি অনেকেই আসক্ত হয়ে পড়ে।এমনকি ভারত তথা বিশ্বজুড়ে বহু ক্ষেত্রে অত্যধিক মদ্যপানের ফলেই অনেকের মৃত্যু হয়েছে। অনেকে নিজের দিনের রোজগারের সবটুকুই মদের জন্য খরচ করে। পরিবারে এই নিয়ে অশান্তিও হয়।