১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন

সুস্মিতা
  • আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 214

বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন ওয়েসি

পুবের কলম ওয়েবডেস্ক : এ আই এম আই এম নেতা আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশীদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তাহলে পুর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) কেন ফেরত পাঠানো হচ্ছে না? ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের অভ্যুত্থানের সময় থেকে তিনি ভারতে আশ্রিত। প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রীকে আমরা কেন আশ্রয় দিয়েছি? প্রশ্ন তাঁর।

তিনি বলেছেন, আগে তাঁকে ফেরত পাঠান বাংলাদেশে। তিনি তো বাংলাদেশী? না, বাংলাদেশী নন? ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে তাকে মান্যতা দেওয়া এবং বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদের যে সব পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী বলে সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন ওয়াইসি।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

তাঁর কথায়, আমরা দেশে একজন বাংলাদেশীকে আদর করে রেখে দিয়েছি, যিনি নিত্যনতুন বিবৃতি দিয়ে সমস্যা তৈরি করছেন, অন্যদিকে গরিব মানুষজনকে বাংলাদেশী বলে পুশব্যাক করছি। অথচ ভারতবাসী হিসেবে তাঁদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। বাংলায় কথা বললেই কি বাংলাদেশী হয়ে যান? একে তো বলা হয় বিদেশি আতঙ্ক। পুলিশ কোন অধিকারে বাংলাদেশী বলে গ্রেফতার করে? এখানে সবাই এখন পাহারাদার হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

বিহারের এস আই আর প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। নির্বাচন কমিশন ইলেকট্রোরাল রেজিষ্ট্রেশন অফিসারদের ক্ষমতা দিয়েছে সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে রিপোর্ট করার। চিনের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফর প্রসঙ্গে তিনি বলেন, মোদি সরকারের চিনা নীতি যে কী তা বোঝা দায়। গত ১১ বছরে এই কারণে ভারত দুর্বল হয়েছে। এর অর্থ ২০২০ সালে গলওয়ানে চিনা আক্রমণের আগে যে পরিস্থিতি ছিল সেটাই রয়ে গেল। অথচ চিন কোনও ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। তাঁর প্রশ্ন, দিল্লিতে আলোচনার পর চিন কি পাকিস্তানকে যেভাবে অপারেশন সিঁদুর এর সময় সাহায্য দিয়েছিল তা আর দেবে না বলেছে?

আরও পড়ুন: ১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন

আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : এ আই এম আই এম নেতা আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশীদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তাহলে পুর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) কেন ফেরত পাঠানো হচ্ছে না? ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের অভ্যুত্থানের সময় থেকে তিনি ভারতে আশ্রিত। প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রীকে আমরা কেন আশ্রয় দিয়েছি? প্রশ্ন তাঁর।

তিনি বলেছেন, আগে তাঁকে ফেরত পাঠান বাংলাদেশে। তিনি তো বাংলাদেশী? না, বাংলাদেশী নন? ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে তাকে মান্যতা দেওয়া এবং বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদের যে সব পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী বলে সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন ওয়াইসি।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

তাঁর কথায়, আমরা দেশে একজন বাংলাদেশীকে আদর করে রেখে দিয়েছি, যিনি নিত্যনতুন বিবৃতি দিয়ে সমস্যা তৈরি করছেন, অন্যদিকে গরিব মানুষজনকে বাংলাদেশী বলে পুশব্যাক করছি। অথচ ভারতবাসী হিসেবে তাঁদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। বাংলায় কথা বললেই কি বাংলাদেশী হয়ে যান? একে তো বলা হয় বিদেশি আতঙ্ক। পুলিশ কোন অধিকারে বাংলাদেশী বলে গ্রেফতার করে? এখানে সবাই এখন পাহারাদার হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

বিহারের এস আই আর প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। নির্বাচন কমিশন ইলেকট্রোরাল রেজিষ্ট্রেশন অফিসারদের ক্ষমতা দিয়েছে সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে রিপোর্ট করার। চিনের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফর প্রসঙ্গে তিনি বলেন, মোদি সরকারের চিনা নীতি যে কী তা বোঝা দায়। গত ১১ বছরে এই কারণে ভারত দুর্বল হয়েছে। এর অর্থ ২০২০ সালে গলওয়ানে চিনা আক্রমণের আগে যে পরিস্থিতি ছিল সেটাই রয়ে গেল। অথচ চিন কোনও ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। তাঁর প্রশ্ন, দিল্লিতে আলোচনার পর চিন কি পাকিস্তানকে যেভাবে অপারেশন সিঁদুর এর সময় সাহায্য দিয়েছিল তা আর দেবে না বলেছে?

আরও পড়ুন: ১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা