০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বন্দে ভারতে পাথর ছুড়লে যেতে হবে জেলে

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার
  • / 63

পুবের কলম,ওয়েবডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া রুখতে এবার কড়া সিদ্ধান্ত নিল রেল। পাথর ছুড়ে ধরা পড়লে ৫ বছরের জেল হতে পারে বলে রেল  মন্ত্রক সূত্রে খবর।

পাথর ছোড়ার ঘটনা রুখতে মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিল দক্ষিণ-মধ্য রেল। তা ছাড়া এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনায় যাতে কোনও রকম প্রশ্রয় না দেওয়া হয়, জনসাধারণের উদ্দেশে সেই আবেদনও জানানো হয়েছে রেলের তরফে।

প্রসঙ্গত, তেলঙ্গনার একাধিক জায়গায় বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তারপরই এই সিদ্ধান্ত নিল দক্ষিণ–মধ্য রেল।

রেল সূত্রে বলা হয়েছে, কাজিপেট, খাম্মাম, কাজিপেট–ভঙ্গির এবং এলুরু–রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

জানুয়ারিতেই নয় বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। শুধু তেলঙ্গনা নয়, বন্দে ভারত উদ্বোধনের পর বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। দক্ষিণ–মধ্য রেল বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার  করা হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দে ভারতে পাথর ছুড়লে যেতে হবে জেলে

আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া রুখতে এবার কড়া সিদ্ধান্ত নিল রেল। পাথর ছুড়ে ধরা পড়লে ৫ বছরের জেল হতে পারে বলে রেল  মন্ত্রক সূত্রে খবর।

পাথর ছোড়ার ঘটনা রুখতে মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিল দক্ষিণ-মধ্য রেল। তা ছাড়া এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনায় যাতে কোনও রকম প্রশ্রয় না দেওয়া হয়, জনসাধারণের উদ্দেশে সেই আবেদনও জানানো হয়েছে রেলের তরফে।

প্রসঙ্গত, তেলঙ্গনার একাধিক জায়গায় বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তারপরই এই সিদ্ধান্ত নিল দক্ষিণ–মধ্য রেল।

রেল সূত্রে বলা হয়েছে, কাজিপেট, খাম্মাম, কাজিপেট–ভঙ্গির এবং এলুরু–রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

জানুয়ারিতেই নয় বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। শুধু তেলঙ্গনা নয়, বন্দে ভারত উদ্বোধনের পর বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। দক্ষিণ–মধ্য রেল বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার  করা হয়েছে।