অবৈধ ভাবে পুকুরের উপর কংক্রিটের বিল্ডিং নির্মাণ টাকিতে
- আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
- / 8
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার বসিরহাটের সুন্দরবন ও টাকি সফরে আসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই টাকি পৌর এলাকায় দেখা গেল পুকুরের উপর অবৈধ নির্মাণ। টাকি পৌরসভার ৬নং ওয়ার্ডে রয়েছে মতিঝিল। আর সেই মতিঝিল পুকুরের উপরে ইট, বালি ও মাটি ফেলে কংক্রিটের বিল্ডিং তৈরি করা হচ্ছে। সেখানে পাকা ঘর নির্মাণ করে দোকান করার পরিকল্পনা করা হয়েছে। এলাকাবাসীদের কথা অনুযায়ী এই ঝিল বহু প্রাচীন। টাকি শহর পত্তন হওয়ার আগে থেকেই এই ঝিলের অস্তিত্ব্্বখুঁজে পাওয়া যায়। আর এখানেই এই অবৈধ নির্মাণ! এর আগেও এখানে অবৈধ নির্মাণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইছামতি বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পুলিশ, বিডিও এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তৎপরতায় সেই নির্মাণ কার্য থেমে যায়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই নির্মাণের বৈধ কোন প্লান পাশ হয়নিি পৌরসভার পক্ষ থেকে। তাহলে প্রশ্ন উঠছে সেখানে নির্মাণ কাজ চলছে কি করে?
টাকি ইছামতি বিজ্ঞান মঞ্চের সদস্য পার্থ মুখার্জী
সদস্য থেকে জানানো হয়েছে,এই নির্মাণ অবৈধ। এর আগেও এই পুকুরের উপর নির্মাণ কাজ আমরা আটকেছি। বহু প্রাচীন এই ঝিলের উপর অবৈধ নির্মাণ বাস্তুতন্ত্রের উপরে আঘাত হানতে পারে। যদিও টাকি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস জানান, পৌরসভা থেকে সমস্ত প্লান পাশ করিয়েই নির্মাণকারীরা এই বিল্ডিং তৈরি করছে। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে যেকোনো ধরনের জলাশয়, পুকুর বা ঝিল বোজানো আইন বিরুদ্ধ। সেখানে একেবারে টাকি শহরের প্রাণকেন্দ্রে এই অবৈধ নির্মাণ চলছে কি করে? আর ঠিক চার দিন পরেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকিতে প্রশাসনিক সফরে আসছেন। সেখানে এসে অবিলম্বে এই ধরনের নির্মাণ বন্ধের নির্দেশ দেন কিনা তার দিকেই তাকিয়ে বসে রয়েছে টাকির ওয়াকিবহাল মহল। আর মুখ্যমন্ত্রী টাকি সফরে আসছেন জেনেও এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে কি করে? প্রশ্ন তুলছেন টাকির সাধারণ মানুষও।