পুবের কলম, ওয়েবডেস্ক: চুরির অভিযোগে বেআইনিভাবে দু’মাসেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকা এক নাবালককে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে পাটনা হাই কোর্ট। আদালত বিহার সরকারকে এক মাসের মধ্যে এই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে বলেছে।
বিচারপতি রাজীব রঞ্জন প্রসাদ ও বিচারপতি রীতেশ কুমারের ডিভিশন বেঞ্চ মামলার তদন্তকারী আধিকারিকের (আইও) তীব্র সমালোচনা করে জানিয়েছে, কোনও উপযুক্ত প্রমাণ না থাকা সত্ত্বেও নাবালককে প্রাপ্তবয়স্ক দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট আদালতও “যান্ত্রিকভাবে” আবেদনকারীকে জেলে পাঠিয়েছে বলে মন্তব্য করেছে আদালত। হাই কোর্ট নির্দেশ দিয়েছে, মামলা লড়তে পরিবারের যে খরচ হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে রাজ্য সরকারকে আবেদনকারীকে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিতে হবে।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১১ জুলাই বিহারের মধেপুরা জেলার পুরাইনি থানায় ১৬ বছরের ওই নাবালকসহ মোট ১৪ জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। অভিযোগ ছিল, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে একটি পঞ্চায়েত বৈঠকের সময় রুপোর চেন ও অন্যান্য অলঙ্কার লুট করা এবং হামলার ঘটনা ঘটে।
হাই কোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ১৪ জন অভিযুক্তের মধ্যে ১০ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়নি। তা সত্ত্বেও কোশি রেঞ্জের ডিআইজির নির্দেশে তদন্তকারী আধিকারিক ১০ অক্টোবর অভিযোগগুলোকে “সত্য ধরে নিয়ে” ওই ১০ জনকে গ্রেপ্তার করেন।






























