১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পকসোর অবিলম্বে গ্রেফতারির নিয়ম কি ব্রিজভূষণের ক্ষেত্রে প্রযোয্য নয় ? প্রশ্ন সিব্বলের

সামিমা এহসানা
  • আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার
  • / 6

পুবের কলম ওয়েব ডেস্ক: পকসো আইন অনুযায়ী অভিযুক্তকে যথাশীঘ্র গ্রেফতার করাই নিয়ম। কিন্তু প্রায় ১ মাস আগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হওয়ার পরও ঘুরে বেড়াচ্ছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। এই প্রসঙ্গে মুখ খুললেন, রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল।

একটি ট্যুইট বার্তায় সিব্বল লেখেন- পকসো আইনের অধীনে মামলা ও ১৬৪ জনের বয়ান রেকর্ড করার পরও কি গ্রেফতারির ক্ষেত্রে ব্রিজভূষণ এর মত নীতি অন্যঅভিযুক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য?

সিব্বলের মতে, ব্রিজভুষণকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তিনি বিজেপির সঙ্গে সম্পর্কিত। প্রখ্যাত মহিলা কুস্তিগীররা গুরুত্বপূর্ণ নয়। ভোটই গুরুত্বপূর্ণ। সরকার এসব বিষয়কে পাত্তা দেয় না। সব শেষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কপিল সিব্বল প্রশ্ন ছুড়ে দেন- ‘এটাই কি আমার নতুন ভারত?’

উল্লেখ্য, এই মালমায় কুস্তিগীরদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন বিশিষ্ট আইনজীবী কবিল সিব্বল।

ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে যন্তর মন্তরে প্রায় ৪০ দিন থেকে ধর্ণা দিচ্ছেন মহিলা কুস্তিগীররা। কিন্তু উত্তরপ্রদেশের এই দাগী (তার বিরুদ্ধে খুন সহ মোট ৩৮ টি মামলা রয়েছে) বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ নরেন্দ্র মোদির সরকার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পকসোর অবিলম্বে গ্রেফতারির নিয়ম কি ব্রিজভূষণের ক্ষেত্রে প্রযোয্য নয় ? প্রশ্ন সিব্বলের

আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পকসো আইন অনুযায়ী অভিযুক্তকে যথাশীঘ্র গ্রেফতার করাই নিয়ম। কিন্তু প্রায় ১ মাস আগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হওয়ার পরও ঘুরে বেড়াচ্ছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। এই প্রসঙ্গে মুখ খুললেন, রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল।

একটি ট্যুইট বার্তায় সিব্বল লেখেন- পকসো আইনের অধীনে মামলা ও ১৬৪ জনের বয়ান রেকর্ড করার পরও কি গ্রেফতারির ক্ষেত্রে ব্রিজভূষণ এর মত নীতি অন্যঅভিযুক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য?

সিব্বলের মতে, ব্রিজভুষণকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তিনি বিজেপির সঙ্গে সম্পর্কিত। প্রখ্যাত মহিলা কুস্তিগীররা গুরুত্বপূর্ণ নয়। ভোটই গুরুত্বপূর্ণ। সরকার এসব বিষয়কে পাত্তা দেয় না। সব শেষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কপিল সিব্বল প্রশ্ন ছুড়ে দেন- ‘এটাই কি আমার নতুন ভারত?’

উল্লেখ্য, এই মালমায় কুস্তিগীরদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন বিশিষ্ট আইনজীবী কবিল সিব্বল।

ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে যন্তর মন্তরে প্রায় ৪০ দিন থেকে ধর্ণা দিচ্ছেন মহিলা কুস্তিগীররা। কিন্তু উত্তরপ্রদেশের এই দাগী (তার বিরুদ্ধে খুন সহ মোট ৩৮ টি মামলা রয়েছে) বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ নরেন্দ্র মোদির সরকার।