০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইস্তিগফার করো – আর হয়ে যাও আল্লাহর প্রিয় বান্দা!

ইমামা খাতুন
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 17

মানুষ মাত্রই ভুল করে, জ্ঞানত , অজান্তে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ভুল করেই ফেলি,কখনও দিনের আলোতে,কখনও রাতের অন্ধকারে, আবার কখনও প্রকাশ্যে, আবার কখনও লুকিয়ে,মোবাইল ফোনের ভিতরে, আবার কলেজ  স্কুলে গিয়েও । আল্লাহর নিয়ামত নিয়েও আল্লাহর বিরুদ্ধচারন করছে মানুষ। এত ভুল করেও হতাশ হবেন না,কারন আপনার ভুলের পরিমান যতই হোক না কেন আল্লাহর রহমতের থেকে বেশি হতেই পারে না। আল্লাহ নিজেকে গফুর ও রহিম বলেছেন।অতীতে যাই ভুল হয়ে থাক না কেন আল্লাহ পাকের কাছে একাগ্রচিত্তে ক্ষমা চেয়ে নিন , এবং ইস্তিগফার করতে থাকুন বার বার ।

ইস্তিগফার কি?

ইস্তিগফারের অর্থ হল ক্ষমা প্রার্থনা করা। মানুষের গুনাহর পরিমাণ আকাশচুম্বী হলেও  আল্লাহ তাআলার কাছে একাগ্রচিত্তে খালেশ অন্তরে ক্ষমা চাইলে মহান রাব্বু্ল আলামিন ক্ষমা করে দেন।

তওবা কি ?

সাধারণত তওবার তেমন প্রকারভেদ হয়না। তওবা সব সময় করা যায়। কিন্তু দুই রকম তওবা মানুষ  করে। এক হল অতীতের গুনাহের তওবা,আর দ্বিতীয়ত হল ভবিষ্যতের কোনও গুনাহ হবার আশঙ্কা হলে।

তওবা ইস্তিগফার নিয়ে বিভিন্ন হাদিস বিভিন্ন কথা বলেছে! এক নজরে দেখে নিন –

তোমরা নিজেদের প্রতিপালকের নিকট (পাপের জন্য) ক্ষমা প্রার্থনা কর , অতঃপর তাঁর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর।(সূরা হূদ)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন , তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহ পুণ্য সমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন। অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোন নেকী করার সংকল্প করে ; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না , আল্লাহ তাবারাকা অতাআলা তার জন্য (কেবল নিয়্ত করার বিনিময়ে) একটি পূর্ণ নেকী লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ তার বিনিময়ে দশ থেকে সাতশ গুণ,বরং তার চেয়ে  অনেক গুণ নেকী লিখে দেন । পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে ; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে , তাহলে আল্লাহ তাআলা তাঁর নিকট একটি পূর্ণ নেকী হিসাবে লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর ঐ পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন।(বুখারী ৭৫০১, মুসলিম ১২৮)

সুতারং বার বার ইস্তিগফার করো। আর হয়ে যাও আল্লহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা সবাই  কে বোঝার তৌফিক দান করুক ,‌ আমীন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইস্তিগফার করো – আর হয়ে যাও আল্লাহর প্রিয় বান্দা!

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

মানুষ মাত্রই ভুল করে, জ্ঞানত , অজান্তে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ভুল করেই ফেলি,কখনও দিনের আলোতে,কখনও রাতের অন্ধকারে, আবার কখনও প্রকাশ্যে, আবার কখনও লুকিয়ে,মোবাইল ফোনের ভিতরে, আবার কলেজ  স্কুলে গিয়েও । আল্লাহর নিয়ামত নিয়েও আল্লাহর বিরুদ্ধচারন করছে মানুষ। এত ভুল করেও হতাশ হবেন না,কারন আপনার ভুলের পরিমান যতই হোক না কেন আল্লাহর রহমতের থেকে বেশি হতেই পারে না। আল্লাহ নিজেকে গফুর ও রহিম বলেছেন।অতীতে যাই ভুল হয়ে থাক না কেন আল্লাহ পাকের কাছে একাগ্রচিত্তে ক্ষমা চেয়ে নিন , এবং ইস্তিগফার করতে থাকুন বার বার ।

ইস্তিগফার কি?

ইস্তিগফারের অর্থ হল ক্ষমা প্রার্থনা করা। মানুষের গুনাহর পরিমাণ আকাশচুম্বী হলেও  আল্লাহ তাআলার কাছে একাগ্রচিত্তে খালেশ অন্তরে ক্ষমা চাইলে মহান রাব্বু্ল আলামিন ক্ষমা করে দেন।

তওবা কি ?

সাধারণত তওবার তেমন প্রকারভেদ হয়না। তওবা সব সময় করা যায়। কিন্তু দুই রকম তওবা মানুষ  করে। এক হল অতীতের গুনাহের তওবা,আর দ্বিতীয়ত হল ভবিষ্যতের কোনও গুনাহ হবার আশঙ্কা হলে।

তওবা ইস্তিগফার নিয়ে বিভিন্ন হাদিস বিভিন্ন কথা বলেছে! এক নজরে দেখে নিন –

তোমরা নিজেদের প্রতিপালকের নিকট (পাপের জন্য) ক্ষমা প্রার্থনা কর , অতঃপর তাঁর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর।(সূরা হূদ)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন , তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহ পুণ্য সমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন। অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোন নেকী করার সংকল্প করে ; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না , আল্লাহ তাবারাকা অতাআলা তার জন্য (কেবল নিয়্ত করার বিনিময়ে) একটি পূর্ণ নেকী লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ তার বিনিময়ে দশ থেকে সাতশ গুণ,বরং তার চেয়ে  অনেক গুণ নেকী লিখে দেন । পক্ষান্তরে যদি সে একটি পাপ করার সংকল্প করে ; কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে , তাহলে আল্লাহ তাআলা তাঁর নিকট একটি পূর্ণ নেকী হিসাবে লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর ঐ পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন।(বুখারী ৭৫০১, মুসলিম ১২৮)

সুতারং বার বার ইস্তিগফার করো। আর হয়ে যাও আল্লহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা সবাই  কে বোঝার তৌফিক দান করুক ,‌ আমীন।