০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খরচ করুন ২০ টাকা , পেয়ে জান উজ্বলতা !

ইমামা খাতুন
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্ক : শীত মানেই চামড়ায় একটা খসখসে ভাব ! শীত ত্বকের মানুষের আদ্রতা কমিয়ে দেয় ।  ফলে চামড়া ফাটতে শুরু করে । শীতের সময় বাতাস থেকে হারিয়ে যায় জ্বলিয় বাষ্প ।  এই কারণে জলের কমতি পুষিয়ে নিতে ত্বকের উপর থেকে জল টেনে নেয় । তাই  শীতের দিনে ত্বক হারিয়ে ফেলে আর্দ্রতা ।  ফলস্বরূপ ত্বক হয়ে যায় শুষ্ক ( DRY ) ।

 

এদিকে ত্বক শুষ্ক হলে ত্বক হারায় উজ্বলতা , দেখে মনে হয় নিষ্প্রাণ ত্বক !  এমনকী দাগ হওয়ার সম্ভবনা হয়ে যায় প্রবল । তবে আমরা শুধু মুখের ত্বকের কথা বলছিনা ,  আমরা শরীরের সমস্ত অংশের ত্বকের কথা বলছি । শুধু ত্বক বলে না , ঠোঁট পর্যন্ত হয়ে যায় নিষ্প্রাণ , শুষ্ক । কিন্ত আপনি চাইলে ঘরে বসেই এই সমস্যার সমাধান করেতে পারেন । আসুন জানা যাক চামড়া ঠিক করার ঘরোয়া টোটকা  –

 

ত্বকের উজ্বালতার জন্য বেশি কিছু  দরকার না , দরকার মাত্র ১০ থেকে ২০ টাকা , হ্যাঁ ঠিক শুনছেন ২০ টাকাই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সামগ্রী ,  হ্যাঁ এই বাজেটে পেয়ে যাবেন একটা কলা আর একটা কমলা লেবু ,  আর তাতেই সারবে আপনার ত্বক । আসুন তাহলে জেনে নিন ত্বক ঠিক করার উপায় –

 

১.  প্রথমেই ছাড়িয়ে নিন কমলালেবুর খোসা ,  তার পর সেই খোসা শুকিয়ে নিন ।

 

২. তারপর সেই শুকনো খোসা মিক্সিতে বেটে নিন । খোসাটা গুড়ো হয়ে গেলে , পাওডারের মত দেখতে হবে

 

৩. এরপর সেই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে । এভাবে ৫ মিনিট রেখে দিন ।

 

৪. এরপর গোটা শরীরে সেই মিশ্রণ মেখে নিন ।

 

অপেক্ষার মাত্র আত্র কুড়ি মিনিট , অর্থাৎ কুড়ি মিনিট অপেক্ষা করুন আর পেয়ে যান আপনার মনের মত ফলাফল !  এই মিশ্রণে রয়েছে অনেক ভিটামিন এমনকী রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই মিশ্রণ মুখে মাখলে ত্বক নরম হয় ।  আর বাড়ায় ত্বকের উজ্বালতা !

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খরচ করুন ২০ টাকা , পেয়ে জান উজ্বলতা !

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : শীত মানেই চামড়ায় একটা খসখসে ভাব ! শীত ত্বকের মানুষের আদ্রতা কমিয়ে দেয় ।  ফলে চামড়া ফাটতে শুরু করে । শীতের সময় বাতাস থেকে হারিয়ে যায় জ্বলিয় বাষ্প ।  এই কারণে জলের কমতি পুষিয়ে নিতে ত্বকের উপর থেকে জল টেনে নেয় । তাই  শীতের দিনে ত্বক হারিয়ে ফেলে আর্দ্রতা ।  ফলস্বরূপ ত্বক হয়ে যায় শুষ্ক ( DRY ) ।

 

এদিকে ত্বক শুষ্ক হলে ত্বক হারায় উজ্বলতা , দেখে মনে হয় নিষ্প্রাণ ত্বক !  এমনকী দাগ হওয়ার সম্ভবনা হয়ে যায় প্রবল । তবে আমরা শুধু মুখের ত্বকের কথা বলছিনা ,  আমরা শরীরের সমস্ত অংশের ত্বকের কথা বলছি । শুধু ত্বক বলে না , ঠোঁট পর্যন্ত হয়ে যায় নিষ্প্রাণ , শুষ্ক । কিন্ত আপনি চাইলে ঘরে বসেই এই সমস্যার সমাধান করেতে পারেন । আসুন জানা যাক চামড়া ঠিক করার ঘরোয়া টোটকা  –

 

ত্বকের উজ্বালতার জন্য বেশি কিছু  দরকার না , দরকার মাত্র ১০ থেকে ২০ টাকা , হ্যাঁ ঠিক শুনছেন ২০ টাকাই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সামগ্রী ,  হ্যাঁ এই বাজেটে পেয়ে যাবেন একটা কলা আর একটা কমলা লেবু ,  আর তাতেই সারবে আপনার ত্বক । আসুন তাহলে জেনে নিন ত্বক ঠিক করার উপায় –

 

১.  প্রথমেই ছাড়িয়ে নিন কমলালেবুর খোসা ,  তার পর সেই খোসা শুকিয়ে নিন ।

 

২. তারপর সেই শুকনো খোসা মিক্সিতে বেটে নিন । খোসাটা গুড়ো হয়ে গেলে , পাওডারের মত দেখতে হবে

 

৩. এরপর সেই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে । এভাবে ৫ মিনিট রেখে দিন ।

 

৪. এরপর গোটা শরীরে সেই মিশ্রণ মেখে নিন ।

 

অপেক্ষার মাত্র আত্র কুড়ি মিনিট , অর্থাৎ কুড়ি মিনিট অপেক্ষা করুন আর পেয়ে যান আপনার মনের মত ফলাফল !  এই মিশ্রণে রয়েছে অনেক ভিটামিন এমনকী রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই মিশ্রণ মুখে মাখলে ত্বক নরম হয় ।  আর বাড়ায় ত্বকের উজ্বালতা !