ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, ৮ পিটিআই নেতা-কর্মীকে গ্রেফতার করল পাক পুলিশ

- আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার
- / 24
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের গ্রেফতার করল পুলিশ। বিক্ষোভ সমাবেশ থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার লাহোরে নির্বাচনে ম্যান্ডেট চুরির অভিযোগে বিক্ষোভ সমাবেশ করছিল ইমরান খানের দলের নেতা-কর্মীরা। বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পিটিআই-এর। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার আগে আদালতের কাছে একদল পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিছু বিক্ষোভকারী সেখানে জড়ো হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে শুরু করে। পুলিশের তৎপরতায় বাকি বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়।
প্রসঙ্গত, ইমরান খান, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি, বুশরা বিবি, ইয়াসমিন রশিদ, সানাম জাভেদ ও অন্যান্য পিটিআই নেতারা গত দু’বছর ধরে জেলবন্দি। অন্যায়ভাবে ফ্যাসিবাদী সরকার পিটিআই-এর নেতাদের জেলবন্দি করে রাখার অভিযোগ তুলেছেন। পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেন, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। ‘চুরি করা ম্যান্ডেট’ এর অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে পিটিআই।