১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি উড়ানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি করল ভারত

আবুল খায়ের
  • আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
  • / 83

পুবের কলম, ওয়েব ডেস্ক: পাকিস্তানি উড়ান এবং উড়ান সংস্থাগুলির জন্য ভারতের আকাশসীমা বন্ধের সময়সীমা আরও এক মাস বাড়াল ভারত। শুক্রবার ডিজিসিএ একটি নোটাম বা নোটিশ টু এয়ারম্যান জারি করে জানিয়েছে, ২৩ জুন পর্যন্ত পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা।

এই নিষেধাজ্ঞা পাকিস্তানি সামরিক এবং বাণিজ্যিক উড়ান সংস্থাগুলির নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া সমস্ত বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রাথমিক ভাবে ৩০ এপ্রিল পর্যন্ত পাকিস্তানি উড়ানগুলির জন্য ভারতের আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল। পহেলগাম সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাকিস্তানও সমস্ত ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধের সময়সীমা ২৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। তার পরেই ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হলো। প্রাথমিক ভাবে পাকিস্তান ২৪ এপ্রিল পর্যন্ত ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছিল। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে, এক মাসের বেশি সময়ের জন্য কোনও দেশ তার আকাশসীমা বন্ধ রাখতে পারে না।

উল্লেখ্য, বুধবার বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। দিল্লিতে প্রায় ৯৭ কিমি বেগে ঝড় হয়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে। এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। সেই সময়ই ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান। শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণকারী পাইলট যাত্রীদের জীবন বাঁচাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুরোধটি প্রত্যাখ্যান করে লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। যা ঘিরে বিতর্ক তৈরি হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানি উড়ানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি করল ভারত

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: পাকিস্তানি উড়ান এবং উড়ান সংস্থাগুলির জন্য ভারতের আকাশসীমা বন্ধের সময়সীমা আরও এক মাস বাড়াল ভারত। শুক্রবার ডিজিসিএ একটি নোটাম বা নোটিশ টু এয়ারম্যান জারি করে জানিয়েছে, ২৩ জুন পর্যন্ত পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা।

এই নিষেধাজ্ঞা পাকিস্তানি সামরিক এবং বাণিজ্যিক উড়ান সংস্থাগুলির নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া সমস্ত বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রাথমিক ভাবে ৩০ এপ্রিল পর্যন্ত পাকিস্তানি উড়ানগুলির জন্য ভারতের আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল। পহেলগাম সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাকিস্তানও সমস্ত ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধের সময়সীমা ২৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। তার পরেই ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হলো। প্রাথমিক ভাবে পাকিস্তান ২৪ এপ্রিল পর্যন্ত ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছিল। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে, এক মাসের বেশি সময়ের জন্য কোনও দেশ তার আকাশসীমা বন্ধ রাখতে পারে না।

উল্লেখ্য, বুধবার বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। দিল্লিতে প্রায় ৯৭ কিমি বেগে ঝড় হয়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে। এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। সেই সময়ই ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান। শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণকারী পাইলট যাত্রীদের জীবন বাঁচাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুরোধটি প্রত্যাখ্যান করে লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। যা ঘিরে বিতর্ক তৈরি হয়।