ডেঙ্গু আতঙ্কে অসম, রাজ্যের এই জেলায় স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের

- আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহ ঘুম কেড়েছিল সাধারণ মানুষের। এই ভাইরাসের আক্রমণে বহু মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েন। এবার ডেঙ্গুর বাড়াবাড়িতে মানুষের মধ্যে সেই ভয়ের বাতাবরণ ফিরে এসেছে।
বর্ষার দাপট বিদায় নিলেও ডেঙ্গুর বাতাবরণ কমেনি। অসমে পাঁচ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত ২৭০। উদ্বিগ্ন প্রশাসন। পড়ুয়াদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারবি আঙ্গলং জেলার দিপুতে বন্ধ করে দেওয়া হল স্কুল-কলেজ। ডেঙ্গি সংক্রমণে রাশ টানতেই রবিবার প্রশাসনের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আগামী এক সপ্তাহ দিপু পুরসভার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিগত ৫ দিনেই কারবি আঙ্গলং জেলায় নতুন করে ২৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে রাজ্যে ২৮৫ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। এরমধ্যে কারবি আঙ্গলং জেলা থেকেই ২৭১ জন আক্রান্তের খোঁজ মিলেছে। এছাড়া কামরূপ মেট্রোপলিটনে আটজন. নালবারিতে দুইজন ও চারাইদেও, কামরুপ গ্রামীণ, নাগাঁও ও হোজাই জেলা থেকে একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে বিগত ৫ দিনে।
কারবি জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্তের খবর পেয়েই অসমের জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এমএস লক্ষ্মীপ্রিয়া রবিবার কারবি আঙ্গলংয়ে যান এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তার পরেই এই নির্দেশিকা জারি করা হয়।
অন্যদিকে বাংলাতেও ডেঙ্গুর অবস্থা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গু সংক্রমণের নিরিখে গত ছয় বছরের মধ্যে ২০২২-এর সংক্রমণ সর্বাধিক। আজও রাজ্যে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।