আইভি আদক, হাওড়া: মরিশাসের সপ্তম রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন তিন দিনের ব্যক্তিগত সফরে সস্ত্রীক কলকাতায় এসেছেন। কলকাতা সফরে এসে সোমবার সকালে তিনি হাওড়ায় বেলুড় মঠে আসেন। মঠের সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। ব্যাটারিচালিত গাড়িতে তিনি মঠের মূল মন্দির সহ মঠ ঘুরে দেখেন।
প্রসঙ্গত, মরিশাসের সপ্তম রাষ্ট্রপতি হিসাবে তিনি সস্ত্রীক তিনদিনের ব্যক্তিগত সফরে কলকাতায় এসেছেন। দক্ষিণেশ্বর মন্দিরেও তাঁর যাবার কথা রয়েছে। কলকাতা পোর্ট ট্রাস্ট-এ মেমোরিয়াল ফর ইনডেনচার্ড লেবারার্স থেকে তাঁকে সম্মাননা দেওয়া হবে বলেও জানা গেছে।
১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কলকাতায় সস্ত্রীক মরিশাসের রাষ্ট্রপতি, ঘুরে দেখলেন বেলুড় মঠ
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার
- 95
সর্বধিক পাঠিত

































