চার বছরে ৩১ টি নাশকতার ছক বানচাল,কে এই এমআইফাইভ !
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্কঃ গত চার বছরে বানচাল করেছে ৩১টি নাশকতার ছক। কে এই এমআইফাইভ? এই এমআইফাইভ হল গ্রেট ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। সংস্থার প্রধান কেন ম্যাকলাম নিজে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসিকে।
ম্যাকলাম বলেন দেশের নিরাপত্তার স্বার্থে হয়ত সব কথা প্রকাশ্যে আনা যাবেনা।তবু সামগ্রিক গোপনীয়তা মেনেই তিনি বলেন একেবারে শেষ মুহুর্তে কমপক্ষে ৬টি সন্ত্রাসবাদী হামলা ভেস্তে দিতে সমর্থ হয়েছে এমআইফাইভ।

উল্লেখ্য প্রতিটি রাষ্ট্রের এমন একএকটি দুর্ধর্ষ আভন্ত্যরীণ গোয়েন্দা সংস্থা থাকে। ভারতের যেমন ‘র’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ সিআইএ’, ইজরায়েলের ‘মোসাদ’। অবিভক্ত সোভিয়েত রাশিয়ার ছিল কেজিবি। নিজের দেশের নিরাপত্তা রক্ষা করতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকে এদের নেটওয়ার্ক।