০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হরিয়ানায় তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা এক বছরের জন্য বাড়ানো হল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক:  হরিয়ানা সরকার গুটখা এবং পান মশলার মতো তামাকজাত দ্রব্য বিক্রি ও উৎপাদনের উপর নিষেধাজ্ঞা এক বছরের জন্য বাড়িয়ে দিল। সরকারের পক্ষ থেকে সোমবার এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয় যে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তামাকজাত দ্রব্য বিক্রি ও ক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এখন, হরিয়ানায় পান মশলা এবং গুটখার মতো তামাক এবং নিকোটিন জাতীয় পণ্য বিক্রয় ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অবৈধ বলে বিবেচিত হবে। আরও বলা হয়েছে, যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশটি সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং খাদ্য পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য,  হরিয়ানা সরকার গত বছরও পান মশলা,  গুটখার মতো তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করেছিল। যাতে কোভিড ভাইরাসের পরিস্থিতিতে মানুষ সর্বত্র থুতু না ফেলে। এখন এটি আরও এক বছরের জন্য বাড়ানো হল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিয়ানায় তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা এক বছরের জন্য বাড়ানো হল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  হরিয়ানা সরকার গুটখা এবং পান মশলার মতো তামাকজাত দ্রব্য বিক্রি ও উৎপাদনের উপর নিষেধাজ্ঞা এক বছরের জন্য বাড়িয়ে দিল। সরকারের পক্ষ থেকে সোমবার এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয় যে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তামাকজাত দ্রব্য বিক্রি ও ক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এখন, হরিয়ানায় পান মশলা এবং গুটখার মতো তামাক এবং নিকোটিন জাতীয় পণ্য বিক্রয় ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অবৈধ বলে বিবেচিত হবে। আরও বলা হয়েছে, যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশটি সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং খাদ্য পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য,  হরিয়ানা সরকার গত বছরও পান মশলা,  গুটখার মতো তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করেছিল। যাতে কোভিড ভাইরাসের পরিস্থিতিতে মানুষ সর্বত্র থুতু না ফেলে। এখন এটি আরও এক বছরের জন্য বাড়ানো হল।