০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে সংক্রমণ ঠেকাতে জারি হল ১৪৪ ধারা, না মানলে কড়া শাস্তি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 74

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার পর এবার ফের ওমিক্রন তার দাপট শুরু করেছে। প্রায় ২১টি সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের শীর্ষে আছে দিল্লি, এর পরেই মুম্বই। দিল্লিতে ইতিমধ্যেই কোভিড বিধিনিষেধ ও হলুদ সতর্কতা জারি হয়েছে। বাংলায় পরিস্থিতি বুঝে স্কুল-কলেজ ফের বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে জারি হল ১৪৪ ধারা। আজ বৃহস্পতিবার এই নির্দেশ জারি করা হয়েছে।  বুধবার শুধু মুম্বাইয়ে ২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। গোটা রাজ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তবে তাঁদের কেউই সম্প্রতি বিদেশফেরত নন।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্র সরকার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করেছে। এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনও পার্টির আয়োজন করা যাবে না। অর্থাৎ রেস্তরাঁ, পাব, আবাসিক হোটেল, পানশালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না।

আরও পড়ুন: ফের কৃষক আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র-অবরুদ্ধ জাতীয় সড়ক, চাপের মুখে কেন্দ্র

মুম্বাইয়ে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ঠাকরে সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, আক্রান্ত মানুষের সংখ্যা ভয়ংকর গতিতে বাড়ছে। এখন শনাক্তের হার ৪। এটা ৫ শতাংশে গিয়ে ঠেকলে দিল্লির মতো নানা নিষেধাজ্ঞা জারি করা হবে। তাই সবাইকে আরও বেশি সাবধান হতে বলা হয়েছে। এ ছাড়া বিয়ে বা অন্য কোনও জনসমাগম থেকে দূরে থাকতে হবে। ইতিমধ্যেই নতুন বছর উপলক্ষে জনসমাগম ঠেকাতে বুধবার কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, এই নির্দেশিকা না মানলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

এই অবস্থার মধ্যে আশ্বাসবাণী, রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, মুম্বাইয়ে করোনা শনাক্তের হার বাড়লেও বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে না।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রে সংক্রমণ ঠেকাতে জারি হল ১৪৪ ধারা, না মানলে কড়া শাস্তি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার পর এবার ফের ওমিক্রন তার দাপট শুরু করেছে। প্রায় ২১টি সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের শীর্ষে আছে দিল্লি, এর পরেই মুম্বই। দিল্লিতে ইতিমধ্যেই কোভিড বিধিনিষেধ ও হলুদ সতর্কতা জারি হয়েছে। বাংলায় পরিস্থিতি বুঝে স্কুল-কলেজ ফের বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে জারি হল ১৪৪ ধারা। আজ বৃহস্পতিবার এই নির্দেশ জারি করা হয়েছে।  বুধবার শুধু মুম্বাইয়ে ২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। গোটা রাজ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তবে তাঁদের কেউই সম্প্রতি বিদেশফেরত নন।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্র সরকার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করেছে। এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনও পার্টির আয়োজন করা যাবে না। অর্থাৎ রেস্তরাঁ, পাব, আবাসিক হোটেল, পানশালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না।

আরও পড়ুন: ফের কৃষক আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র-অবরুদ্ধ জাতীয় সড়ক, চাপের মুখে কেন্দ্র

মুম্বাইয়ে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ঠাকরে সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, আক্রান্ত মানুষের সংখ্যা ভয়ংকর গতিতে বাড়ছে। এখন শনাক্তের হার ৪। এটা ৫ শতাংশে গিয়ে ঠেকলে দিল্লির মতো নানা নিষেধাজ্ঞা জারি করা হবে। তাই সবাইকে আরও বেশি সাবধান হতে বলা হয়েছে। এ ছাড়া বিয়ে বা অন্য কোনও জনসমাগম থেকে দূরে থাকতে হবে। ইতিমধ্যেই নতুন বছর উপলক্ষে জনসমাগম ঠেকাতে বুধবার কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, এই নির্দেশিকা না মানলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

এই অবস্থার মধ্যে আশ্বাসবাণী, রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, মুম্বাইয়ে করোনা শনাক্তের হার বাড়লেও বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে না।