০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে দুই জা-য়ের বিবাদে জেরে মর্মান্তিক পরিণতি,  ঝরে গেল কচি প্রাণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
  • / 66

পুবের কলম প্রতিবেদক: পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি। রাজারহাটের একই বাড়ির দুই জা’য়ের বচসার জেরে হারিয়ে গেল কচি একটি প্রাণ। মৃত মাস আটেকের শিশু কন্যা নুরজাহান পারভীন। আদতে রাজারহাট রাইগাছি মোড় এলাকায় দুই জায়ের বিবাদের সূত্রপাত শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ। কিন্তু শনিবার সকালে শিশু মৃত্যুর মর্মান্তিক পরিণতির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজারহাট রাইগাছি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত একাংশ বাসিন্দারা অভিযুক্ত মহিলার উপর চড়াও হয়। যদিও রাজারহাট থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর,  দুই পরিবার প্রায়শই গোলমালে জড়িয়ে পড়তেন। অভিযোগ, মৃত শিশুর মা সাজেদা বিবির। সম্পর্কে তারই বড় জা হলেন ইয়াসমিনা বিবি। পাশাপাশি বাড়িতে দুজনের বসবাস।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

প্রায়ই বচসা লেগে থাকত দুই মহিলার। শুক্রবার সন্ধ্যায় দুই পারিবারের সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। ওই দিন সন্ধ্যায় দুই পরিবারের যখন বিবাদ শুরু হয়। সে সময় সাজেদা বিবির কোলে ছিল তার আট মাসের কন্যা সন্তান। দুই মহিলার ধস্তাধস্তিতে শিশুটি মায়ের কোল থেকে মাটিতে পড়ে যায়। যদিও শিশুর পরিবারের অভিযোগ,  মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে খুদেকে মাটিতে ফেলে মারা হয়েছে। তবে ঘটনার পরবর্তীতে শিশুটির শারীরিক কোনো আঘাত বুঝতে পারেননি পরিবারের লোকেরা। কারণ খুদের ওই রাতের খাওয়া-ঘুম,  খেলা সব কিছুই স্বাভাবিক ছিল। শনিবার সকালে ঘুম থেকে উঠে সাজেদা বিবি দেখেন তার বাচ্চা অচৈতন্য অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: দিল্লি বিধানসভা নির্বাচন: সিপিএমের ঝোলাতে ০.০১ শতাংশ

তা দেখে দুধের শিশুকে প্রথমে স্থানীয় রেকজোয়ানি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবার। সেখান থেকে স্থানান্তর করে আরজিকর হাসপাতালে পাঠানো হলে,  চিকিৎসকেরা শিশু নুরজাহান পারভীন-কে মৃত বলে ঘোষণা করেন। আর মর্মান্তিক এই খবর প্রকাশ্যে আসতেই রাইগাছিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষে থানায় আ কোনো অভিযোগ দায়ের হয়নি। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে। বিধাননগর পুলিশ কমিশনার ডিসি (সদর) দেবস্মিতা দাস জানান,  দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে, অভিযুক্ত ইয়ামিনা বিবি সহ ওই পরিবারের পাঁচ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজারহাটে দুই জা-য়ের বিবাদে জেরে মর্মান্তিক পরিণতি,  ঝরে গেল কচি প্রাণ

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি। রাজারহাটের একই বাড়ির দুই জা’য়ের বচসার জেরে হারিয়ে গেল কচি একটি প্রাণ। মৃত মাস আটেকের শিশু কন্যা নুরজাহান পারভীন। আদতে রাজারহাট রাইগাছি মোড় এলাকায় দুই জায়ের বিবাদের সূত্রপাত শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ। কিন্তু শনিবার সকালে শিশু মৃত্যুর মর্মান্তিক পরিণতির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজারহাট রাইগাছি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত একাংশ বাসিন্দারা অভিযুক্ত মহিলার উপর চড়াও হয়। যদিও রাজারহাট থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর,  দুই পরিবার প্রায়শই গোলমালে জড়িয়ে পড়তেন। অভিযোগ, মৃত শিশুর মা সাজেদা বিবির। সম্পর্কে তারই বড় জা হলেন ইয়াসমিনা বিবি। পাশাপাশি বাড়িতে দুজনের বসবাস।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

প্রায়ই বচসা লেগে থাকত দুই মহিলার। শুক্রবার সন্ধ্যায় দুই পারিবারের সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। ওই দিন সন্ধ্যায় দুই পরিবারের যখন বিবাদ শুরু হয়। সে সময় সাজেদা বিবির কোলে ছিল তার আট মাসের কন্যা সন্তান। দুই মহিলার ধস্তাধস্তিতে শিশুটি মায়ের কোল থেকে মাটিতে পড়ে যায়। যদিও শিশুর পরিবারের অভিযোগ,  মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে খুদেকে মাটিতে ফেলে মারা হয়েছে। তবে ঘটনার পরবর্তীতে শিশুটির শারীরিক কোনো আঘাত বুঝতে পারেননি পরিবারের লোকেরা। কারণ খুদের ওই রাতের খাওয়া-ঘুম,  খেলা সব কিছুই স্বাভাবিক ছিল। শনিবার সকালে ঘুম থেকে উঠে সাজেদা বিবি দেখেন তার বাচ্চা অচৈতন্য অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: দিল্লি বিধানসভা নির্বাচন: সিপিএমের ঝোলাতে ০.০১ শতাংশ

তা দেখে দুধের শিশুকে প্রথমে স্থানীয় রেকজোয়ানি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবার। সেখান থেকে স্থানান্তর করে আরজিকর হাসপাতালে পাঠানো হলে,  চিকিৎসকেরা শিশু নুরজাহান পারভীন-কে মৃত বলে ঘোষণা করেন। আর মর্মান্তিক এই খবর প্রকাশ্যে আসতেই রাইগাছিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষে থানায় আ কোনো অভিযোগ দায়ের হয়নি। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে। বিধাননগর পুলিশ কমিশনার ডিসি (সদর) দেবস্মিতা দাস জানান,  দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে, অভিযুক্ত ইয়ামিনা বিবি সহ ওই পরিবারের পাঁচ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।