০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাত দিনে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩৫, আক্রান্তের শীর্ষে কলকাতা সহ ৪ জেলা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ফের ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। ২০২০-২১-এর তুলনায় এবছর বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২ সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে বৃহস্পতিবার নবান্নের তরফে সতর্ক করা হয়েছে জেলাগুলিকে। প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আক্রান্তের নিরিখে কলকাতাতেও চিত্রটা প্রায় একই। ইতিমধ্যেই শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বালকের। তারপরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই শহরের ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রবণ ওয়ার্ডগুলিকে চিহ্নিত করা হয়েছে। এবার সেই সমস্ত বরোতে গিয়ে নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই উঠে আসে বর্তমানে রাজ্যের ডেঙ্গুর ভয়াবহ চিত্রটা।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

 

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

জানা গিয়েছে, ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত, এই ৭ দিনে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। পাশাপাশি ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু  আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৪। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলা। বর্তমানে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত ৭৪ জন। হাওড়ায় আক্রান্ত ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৭ জন। হুগলিতে ৭০ জন। জলপাইগুড়িতে ৩৩ জন।

 

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ২ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫২ জন। আক্রান্তের শীর্ষে রয়েছে ৮ টি বোরো। এর মধ্যে রয়েছে বোরো ১,৬,৭, ৮, ৯, ১০, ১১, ১২। অন্যদিকে ওয়ার্ডের ক্ষেত্রে ৬, ৬৯, ৮২, ৮৩ ও ১১২ নম্বর ওয়ার্ড থেকে বেশি কেস পাওয়া গিয়েছে। এর মধ্যে ৮২ নম্বর ওয়ার্ডের সঙ্গে ইতিমধ্যেই ভার্চুয়ালি মিটিং সেরেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। আগামী সপ্তাহে বৈঠক রয়েছে বোরো ৮ ও ৯। তবে এক্ষেত্রে এলাকা ভিজিট করে বৈঠক করবেন বলে জানিয়েছেন অতীনবাবু। সেই সঙ্গে ওয়ার্ডগুলিতে ড্রাইভে জোর দেওয়া হয়ে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য,  সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরভবনে মশাবাহিত রোগ মোকাবিলা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, সেই বৈঠকেই পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে একটি রিপোর্ট দেওয়া হয় মেয়রের কাছে। সূত্রের খবর,  সেই রিপোর্টে কলকাতায় মোট ১৩টি ওয়ার্ড ডেঙ্গু প্রবণ ওয়ার্ডের উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখযোগ্য ভাবে সেই তালিকায় রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড ৮২ নম্বরও। রিপোর্টে বলা হয়েছে, গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অগস্টের শুরুতে, এখনও পর্যন্ত প্রায় সাতজন ওই এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া বাকি আরও ১২ টি ওয়ার্ড হল ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮৩, ৯৩, ৯৪, ১১২,১১৭,১২১। এই ওয়ার্ডগুলোয় পাঁচের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, অতি ম্যালেরিয়া প্রবণ হিসাবেও কলকাতার ৩৫টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে৭, ২১, ২৩, ২৫, ২৬, ৩৭, ৩৯, ৪৩, ৪৪, ৪৬,  ৪৭, ৪৮, ৪৯, ৫০,৫১, ৫২,, ৫৩, ৫৪, ৫৫, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৫, ৬৬, ৬৭ ৬৮, ৬৯, ৭১, ৮১, ৮২, ৮৪, ৮৫,৮৬,৮৮।

উল্লেখ করা হয়েছে, এই ওয়ার্ডগুলিতে গত এক সপ্তাহে ৩০ জনের বেশি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাত দিনে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩৫, আক্রান্তের শীর্ষে কলকাতা সহ ৪ জেলা

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ফের ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। ২০২০-২১-এর তুলনায় এবছর বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২ সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে বৃহস্পতিবার নবান্নের তরফে সতর্ক করা হয়েছে জেলাগুলিকে। প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আক্রান্তের নিরিখে কলকাতাতেও চিত্রটা প্রায় একই। ইতিমধ্যেই শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বালকের। তারপরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই শহরের ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রবণ ওয়ার্ডগুলিকে চিহ্নিত করা হয়েছে। এবার সেই সমস্ত বরোতে গিয়ে নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই উঠে আসে বর্তমানে রাজ্যের ডেঙ্গুর ভয়াবহ চিত্রটা।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

 

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

জানা গিয়েছে, ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত, এই ৭ দিনে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। পাশাপাশি ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু  আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৪। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলা। বর্তমানে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত ৭৪ জন। হাওড়ায় আক্রান্ত ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৭ জন। হুগলিতে ৭০ জন। জলপাইগুড়িতে ৩৩ জন।

 

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ২ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫২ জন। আক্রান্তের শীর্ষে রয়েছে ৮ টি বোরো। এর মধ্যে রয়েছে বোরো ১,৬,৭, ৮, ৯, ১০, ১১, ১২। অন্যদিকে ওয়ার্ডের ক্ষেত্রে ৬, ৬৯, ৮২, ৮৩ ও ১১২ নম্বর ওয়ার্ড থেকে বেশি কেস পাওয়া গিয়েছে। এর মধ্যে ৮২ নম্বর ওয়ার্ডের সঙ্গে ইতিমধ্যেই ভার্চুয়ালি মিটিং সেরেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। আগামী সপ্তাহে বৈঠক রয়েছে বোরো ৮ ও ৯। তবে এক্ষেত্রে এলাকা ভিজিট করে বৈঠক করবেন বলে জানিয়েছেন অতীনবাবু। সেই সঙ্গে ওয়ার্ডগুলিতে ড্রাইভে জোর দেওয়া হয়ে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য,  সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরভবনে মশাবাহিত রোগ মোকাবিলা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, সেই বৈঠকেই পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে একটি রিপোর্ট দেওয়া হয় মেয়রের কাছে। সূত্রের খবর,  সেই রিপোর্টে কলকাতায় মোট ১৩টি ওয়ার্ড ডেঙ্গু প্রবণ ওয়ার্ডের উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখযোগ্য ভাবে সেই তালিকায় রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড ৮২ নম্বরও। রিপোর্টে বলা হয়েছে, গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অগস্টের শুরুতে, এখনও পর্যন্ত প্রায় সাতজন ওই এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া বাকি আরও ১২ টি ওয়ার্ড হল ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮৩, ৯৩, ৯৪, ১১২,১১৭,১২১। এই ওয়ার্ডগুলোয় পাঁচের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, অতি ম্যালেরিয়া প্রবণ হিসাবেও কলকাতার ৩৫টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে৭, ২১, ২৩, ২৫, ২৬, ৩৭, ৩৯, ৪৩, ৪৪, ৪৬,  ৪৭, ৪৮, ৪৯, ৫০,৫১, ৫২,, ৫৩, ৫৪, ৫৫, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৫, ৬৬, ৬৭ ৬৮, ৬৯, ৭১, ৮১, ৮২, ৮৪, ৮৫,৮৬,৮৮।

উল্লেখ করা হয়েছে, এই ওয়ার্ডগুলিতে গত এক সপ্তাহে ৩০ জনের বেশি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন।