০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে রায়মঙ্গল নদীগর্ভে ইটের রাস্তা, বাঁধ ভেঙে এলাকায় নোনা জল ঢুকছে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
  • / 51

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর এলাকার রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে এলাকায় নোনা জল ঢুকছে। ভাঙনের জেরে নদীগর্ভে চলে গিয়েছে ইটের রাস্তা।

মঙ্গলবার ভোররাতে হঠাৎই রায়মঙ্গল নদীর জল স্তর বেড়ে গিয়ে প্রায় বিক্ষিপ্তভাবে ২০ফুট নদী বাঁধ ভাঙ্গে।এরপরে প্রায় ৫০ ফুট ইটের রাস্তা নদীগর্ভে চলে যায়। ইতিমধ্যে নোনা জল ঢুকতে শুরু করেছে কাঁঠালবেরিয়া, পাটঘরা, সাহেবখালিি, কানাইকাঠিি

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

সহ বিস্তীর্ণ এলাকায় । সুন্দরবন এলাকার বাসিন্দা মিহির মণ্ডল, সুমিত্রা সরদাররা জানান, আমরা আতঙ্কে আছি। আয়শা, আমফান, বুলবুলি ঝড়ের পর থেকে দুর্যোগ আসার ভয়ে রাতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারি না। আমরা চাই না এভাবে প্রতি বছর বাঁধ ভেঙে ভাসতে, ক্ষতির মুখে পড়তে। সরকারের কাছে আবেদন যাতে বাঁধ মেরামতির হয় তার ব্যবস্থা নিক। আর কংক্রিটের পাকা বাঁধ না হলে সুন্দরবনের বাসিন্দা হিসেবে আমাদের এই দুর্দশা কাটবে না। এদিন  ঘটনাস্থলে পঞ্চায়েত ও সেচ দপ্তরে আধিকারিকরাা ঘটনাস্থলে যান।  হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সুরজিৎ বর্মন ও জ্যোতি প্রকাশ চক্রবর্তীর নেতৃত্বে লোকজন দিয়ে দ্রুত বাঁধ মেরামতিির কাজ শুরু করেছেেন।

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার

এদিন দেখা যায় প্রায় ৫০ ফুট ইটের রাস্তা নদী গর্ভে চলে গেছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে  নদী বাঁধ ভেঙে  নোনা জল ঢুকতে  শুুুরু করেছে গ্রামে। পাশাপাশি চাাষের জমিতে জল ঢুকতেে  শুরু করেছেে। সেই সঙ্গে মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সামনে ভরা কোটাল তাই, তার উপরেে নিম্ন চাপের ভ্রুকুটি। তাই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ করার চেষ্টা করছে প্রশাসন।

আরও পড়ুন: সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী

 



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনে রায়মঙ্গল নদীগর্ভে ইটের রাস্তা, বাঁধ ভেঙে এলাকায় নোনা জল ঢুকছে

আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর এলাকার রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে এলাকায় নোনা জল ঢুকছে। ভাঙনের জেরে নদীগর্ভে চলে গিয়েছে ইটের রাস্তা।

মঙ্গলবার ভোররাতে হঠাৎই রায়মঙ্গল নদীর জল স্তর বেড়ে গিয়ে প্রায় বিক্ষিপ্তভাবে ২০ফুট নদী বাঁধ ভাঙ্গে।এরপরে প্রায় ৫০ ফুট ইটের রাস্তা নদীগর্ভে চলে যায়। ইতিমধ্যে নোনা জল ঢুকতে শুরু করেছে কাঁঠালবেরিয়া, পাটঘরা, সাহেবখালিি, কানাইকাঠিি

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

সহ বিস্তীর্ণ এলাকায় । সুন্দরবন এলাকার বাসিন্দা মিহির মণ্ডল, সুমিত্রা সরদাররা জানান, আমরা আতঙ্কে আছি। আয়শা, আমফান, বুলবুলি ঝড়ের পর থেকে দুর্যোগ আসার ভয়ে রাতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারি না। আমরা চাই না এভাবে প্রতি বছর বাঁধ ভেঙে ভাসতে, ক্ষতির মুখে পড়তে। সরকারের কাছে আবেদন যাতে বাঁধ মেরামতির হয় তার ব্যবস্থা নিক। আর কংক্রিটের পাকা বাঁধ না হলে সুন্দরবনের বাসিন্দা হিসেবে আমাদের এই দুর্দশা কাটবে না। এদিন  ঘটনাস্থলে পঞ্চায়েত ও সেচ দপ্তরে আধিকারিকরাা ঘটনাস্থলে যান।  হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সুরজিৎ বর্মন ও জ্যোতি প্রকাশ চক্রবর্তীর নেতৃত্বে লোকজন দিয়ে দ্রুত বাঁধ মেরামতিির কাজ শুরু করেছেেন।

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার

এদিন দেখা যায় প্রায় ৫০ ফুট ইটের রাস্তা নদী গর্ভে চলে গেছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে  নদী বাঁধ ভেঙে  নোনা জল ঢুকতে  শুুুরু করেছে গ্রামে। পাশাপাশি চাাষের জমিতে জল ঢুকতেে  শুরু করেছেে। সেই সঙ্গে মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সামনে ভরা কোটাল তাই, তার উপরেে নিম্ন চাপের ভ্রুকুটি। তাই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ করার চেষ্টা করছে প্রশাসন।

আরও পড়ুন: সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী