০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূমে মনোনয়ন পর্বে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৮

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার
  • / 8

কৌশিক সালুই, বীরভূম:- মনোনয়ন পর্বের শেষ দিনে বীরভূমের সাঁইথিয়া বিডিও অফিসে দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৮। পাশাপাশি বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুষ্কৃতীদের শুক্রবার সিউড়ি আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া বোমাগুলি পুলিশের পক্ষ থেকে নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমোদপুর স্থিত সাঁইথিয়া ভিডিও অফিসে গত বৃহস্পতিবার মনোনয়ন পর্ব চলাকালীন বোমাবাজি ও দুষ্কৃতীর তাণ্ডবের ঘটনায় আটজনকে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের এদিন সিউড়ি আদালতে তোলা হলে আর জনের মধ্যে রঞ্জিত মাল এবং শঙ্খচুর ঘোষ এই দুই দুষ্কৃতীকে বিচারক তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বাকি ছয় জনকে জেল হেফাজত দিয়েছেন। এছাড়াও এদিন সকালে আমোদপুরের বিডিও অফিস সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে একটি ব্যাগে ভর্তি বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

পরে সেইগুলো পুলিশের সিআইডি বোম স্কোয়াড নিষ্ক্রিয় করেছে।

সার্কেল ইনস্পেক্টর সদর কিশোর সিনহা চৌধুরী বলেন, ‘আমোদপুরে বোমাবাজির ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছিল এদের মধ্যে দুজনের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে”।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে মনোনয়ন পর্বে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৮

আপডেট : ১৬ জুন ২০২৩, শুক্রবার

কৌশিক সালুই, বীরভূম:- মনোনয়ন পর্বের শেষ দিনে বীরভূমের সাঁইথিয়া বিডিও অফিসে দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৮। পাশাপাশি বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুষ্কৃতীদের শুক্রবার সিউড়ি আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া বোমাগুলি পুলিশের পক্ষ থেকে নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমোদপুর স্থিত সাঁইথিয়া ভিডিও অফিসে গত বৃহস্পতিবার মনোনয়ন পর্ব চলাকালীন বোমাবাজি ও দুষ্কৃতীর তাণ্ডবের ঘটনায় আটজনকে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের এদিন সিউড়ি আদালতে তোলা হলে আর জনের মধ্যে রঞ্জিত মাল এবং শঙ্খচুর ঘোষ এই দুই দুষ্কৃতীকে বিচারক তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বাকি ছয় জনকে জেল হেফাজত দিয়েছেন। এছাড়াও এদিন সকালে আমোদপুরের বিডিও অফিস সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে একটি ব্যাগে ভর্তি বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

পরে সেইগুলো পুলিশের সিআইডি বোম স্কোয়াড নিষ্ক্রিয় করেছে।

সার্কেল ইনস্পেক্টর সদর কিশোর সিনহা চৌধুরী বলেন, ‘আমোদপুরে বোমাবাজির ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছিল এদের মধ্যে দুজনের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে”।