০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তালিকায় এবার এইচপি ইন্ডিগো,  ১০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 18

তালিকায় এবার এইচপি ইন্ডিগো,  ১০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ব জুড়ে চলছে মন্দা। একের পর এক  সংস্থা ছাঁটাইয়ের পথে হাঁটছে। সেই তালিকা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবার কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম লেখালও ইসরাইলের এইচপি ইন্ডিগো। সংশ্লিষ্ট সংস্থাটি মূলত  ডিজিটাল প্রিন্টিং মেশিনের উৎপাদনে নিযুক্ত। সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে  কমপক্ষে ১০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, এইচপির চলতি বছরের চতুর্থ তিন মাসের আয়ের  রিপোর্ট অনুসারে , সংস্থার প্রায় ৪০০০-৬০০০ কর্মচারী কমাতে চাইছে। অর্থাৎ সংশ্লিষ্ট কোম্পানির মোট কর্মচারীর ৭-১১ শতাংশ ছাঁটাই করা হবে। যা আগামী ২০২৫ সালের মধ্যেই কার্যকরী করা হবে বলেই সংস্থা সূত্রে খবর।

বিগত দিনে একদিকে যেমন আর্থিক মন্দা এবং অন্যদিকে অতিমারীর প্রভাবে এইচপি এবং তার সহকারী কোম্পানিগুলি লোকসানের মধ্য দিয়েই যাচ্ছে। কার্যত সেই কারণেই কর্মী ছাঁটাই করা হবে বলে সংশ্লিষ্ট কোম্পানির তরফে জানানো হয়েছে। আর সেই ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৫ সালের মধ্যেই শেষ করতে চায় ওই বহুজাতিক কোম্পানিটি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিকায় এবার এইচপি ইন্ডিগো,  ১০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

তালিকায় এবার এইচপি ইন্ডিগো,  ১০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ব জুড়ে চলছে মন্দা। একের পর এক  সংস্থা ছাঁটাইয়ের পথে হাঁটছে। সেই তালিকা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবার কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম লেখালও ইসরাইলের এইচপি ইন্ডিগো। সংশ্লিষ্ট সংস্থাটি মূলত  ডিজিটাল প্রিন্টিং মেশিনের উৎপাদনে নিযুক্ত। সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে  কমপক্ষে ১০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, এইচপির চলতি বছরের চতুর্থ তিন মাসের আয়ের  রিপোর্ট অনুসারে , সংস্থার প্রায় ৪০০০-৬০০০ কর্মচারী কমাতে চাইছে। অর্থাৎ সংশ্লিষ্ট কোম্পানির মোট কর্মচারীর ৭-১১ শতাংশ ছাঁটাই করা হবে। যা আগামী ২০২৫ সালের মধ্যেই কার্যকরী করা হবে বলেই সংস্থা সূত্রে খবর।

বিগত দিনে একদিকে যেমন আর্থিক মন্দা এবং অন্যদিকে অতিমারীর প্রভাবে এইচপি এবং তার সহকারী কোম্পানিগুলি লোকসানের মধ্য দিয়েই যাচ্ছে। কার্যত সেই কারণেই কর্মী ছাঁটাই করা হবে বলে সংশ্লিষ্ট কোম্পানির তরফে জানানো হয়েছে। আর সেই ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৫ সালের মধ্যেই শেষ করতে চায় ওই বহুজাতিক কোম্পানিটি।