পরের জন্মে আমি এই বাংলা মায়ের কোলে জন্মাতে চাই, মালদায় ভোট প্রচারে গিয়ে আবেগপ্রবণ মোদি

- আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: পাল্লা দিয়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে চড়ছে ভোটের পারদ। তাপপ্রবাহকে উপেক্ষা করেই জোরকদমে চলছে দিল্লি দখলের লড়াই। শুক্রবার তাপপ্রবাহকে সঙ্গে নিয়েই ভোট প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোদের তেজের মধ্যে দাঁড়িয়েই মোদির বক্তব্য শুনলেন শ’য়ে-শ’য়ে মানুষ। দর্শকদের ধৈর্য্য দেখে স্তম্ভিত হয়ে মোদি বললেন, “আমি আপ্লুত। আমায় এত ভালবাসা দেওয়ার জন্য।”
এদিন মালদহের সাহাপুরে নির্বাচনী জনসভায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। গরমে তিনিও যে নাজেহাল তা বোঝা গেল বক্তব্য দেওয়ার মধ্যেই। এদিন বক্তব্য দিতে দিতে হঠাৎ থেমে গিয়ে পাশে রাখা গ্লাস থেকে জল পান করেন মোদি। তারপরই আবেগ প্রবণ হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব। নয়ত এত ভালবাসা কখনও পেতাম না।”
তাঁর আরও সংযোজন, “এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের বলছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব।”