১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
শুটিংয়ে সোনা জয় মণীশের, রূপো সিংহরাজের

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্কঃ টোকিওর প্যারালিম্পিক মাতিয়ে দিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। আগেই দুটি সোনা পেয়েছিল ভারত, শনিবার আরও একটি সোনা প্যারালিম্পিকস থেকে এল মণীশ নারওয়াল এর হাত ধরে। ১৯ বছরের মণীশ নারওয়াল শুটিংয়ের ৫০ মিটার এয়ার পিস্তল-এ সোনা এনে দিলেন দেশকে। শুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন অবনী লেখারা। আর চলতি প্যারালিম্পিক এ ভারত আগে দুটি সোনা পাওয়ার পর মেডেল তালিকায় আরও একটি সোনা যোগ হয়ে ভারতের এখন পদক সংখ্যা ১৫ টি । ২১৮.২ মিটার টোটাল করে মণীশ জিতে নিলেন সোনার পদক। শুটিং এর আর একটি ইভেন্টে রূপো জিতলেন সিংহরাজ আদানা। ৩৯ বছরের আদানা ১০ মিটার এয়ার পিস্তলে ২১৬.৭ পয়েন্ট করে রূপো জিতে নিলেন।