২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারী নির্যাতনে তোলপাড় উত্তরপ্রদেশে যোগীর মূর্তি বানিয়ে মন্দিরে রাম অবতারে পুজো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্ক: ঘনঘন নারী নির্যাতন, দলিতদের ওপর অত্যাচার, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া, ধর্ষণের পর গায়ে পেট্রোল, ডিজেল ঢেলে পুড়িয়ে মারার ঘটনায় প্রায়শই সংবাদপত্রের শিরোনামে উত্তরপ্রদেশের নাম। উঠেছে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন! প্রশাসনের গাফিলতির প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরাও।

অনিশ্চয়তার দুঃস্বপ্নে ভোগা সেই রাজ্যেই রাম অবতার রূপে পূজিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রীতিমতো কাঁসর, ঘন্টা বাজিয়ে যোগীর মূর্তিকে পুজো করা হল রাম অবতার রূপে। আর এই পুজো সারলেন যোগীর এক পরম ভক্ত। মুখ্যমন্ত্রীর শ্রদ্ধায় অযোধ্যায় অতি নিকটেই এক মন্দির স্থাপনা করেছেন এই ভক্ত। মুখ্যমন্ত্রীর নামে গাওয়া হল ভজন, সংকীর্তন। আরতির সময় মুখ্যমন্ত্রীর প্রশংসায় তাঁর ছবির সামনে ভজন গাওয়া হয়।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

নারী নির্যাতনে তোলপাড় উত্তরপ্রদেশে যোগীর মূর্তি বানিয়ে মন্দিরে রাম অবতারে পুজো

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

অযোধ্যা রাজ্য থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের নির্মাতা প্রভাকর মৌর্য একজন যোগী প্রচারক বলেই পরিচিত। যোগীর প্রশংসায় প্রভাকরের লেখা ভজনই বাজানো হয়েছে মন্দিরে। যোগীর মূর্তিটি তৈরি করেছেন প্রভাকরের এক বন্ধু। দুই মাস আগেই এই মূর্তি তৈরি করা হয়। প্রভাকর মৌর্য ২০১৪ থেকে যোগী প্রচারক বলে পরিচিত। মন্দিরটির প্রচারের জন্য ভজনের অডিও ও ভিডিও ক্যাসেট প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

অযোধ্যার ভরতকুন্ডের কাছে নির্মিত এই মন্দিরে এইভাবেই পূজিত হচ্ছেন যোগী আদিত্যনাথ। এমন সময়ে মন্দিরে যোগীর বন্দনা চলছে,  যখন উত্তরপ্রদেশের দীর্ঘ দিনের প্রতিশ্রুত রামের মন্দির নির্মাণের কাজ চলছে।

 

প্রভাকর মৌর্য অযোধ্যা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে মন্দিরটি তৈরি করেছেন, যা ভগবান রামের জন্মস্থান হিসাবে বিবেচিত হয়। মন্দিরটি অযোধ্যা-গোরখপুর জাতীয় ভরতকুন্ডের কাছে। যেখানে ভগবান রামের ভাই ভরত ১৪ বছর ধরে সিংহাসনে রামের পাদুকা রেখে রাজ্যের শাসনভার সামলেছিলেন।
প্রভাকর মৌর্য জানিয়েছেন, অযোধ্যায় যেখানে রামের মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যোগী আদিত্যনাথ। সেই মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে।

 

প্রভাকর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচ্চতা ৫.৪ ইঞ্চি। সেই উচ্চতার কথা মাথায় রেখে যোগীর মূর্তি নির্মাণ করা হয়েছে। মূর্তির গায়ে রয়েছে গেরুয়া বসন। মুখ্যমন্ত্রী যেমন বস্ত্র পরিধান করেন, সেই দিকে খেয়াল রেখেই মূর্তি তৈরি হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারী নির্যাতনে তোলপাড় উত্তরপ্রদেশে যোগীর মূর্তি বানিয়ে মন্দিরে রাম অবতারে পুজো

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ঘনঘন নারী নির্যাতন, দলিতদের ওপর অত্যাচার, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া, ধর্ষণের পর গায়ে পেট্রোল, ডিজেল ঢেলে পুড়িয়ে মারার ঘটনায় প্রায়শই সংবাদপত্রের শিরোনামে উত্তরপ্রদেশের নাম। উঠেছে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন! প্রশাসনের গাফিলতির প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরাও।

অনিশ্চয়তার দুঃস্বপ্নে ভোগা সেই রাজ্যেই রাম অবতার রূপে পূজিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রীতিমতো কাঁসর, ঘন্টা বাজিয়ে যোগীর মূর্তিকে পুজো করা হল রাম অবতার রূপে। আর এই পুজো সারলেন যোগীর এক পরম ভক্ত। মুখ্যমন্ত্রীর শ্রদ্ধায় অযোধ্যায় অতি নিকটেই এক মন্দির স্থাপনা করেছেন এই ভক্ত। মুখ্যমন্ত্রীর নামে গাওয়া হল ভজন, সংকীর্তন। আরতির সময় মুখ্যমন্ত্রীর প্রশংসায় তাঁর ছবির সামনে ভজন গাওয়া হয়।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

নারী নির্যাতনে তোলপাড় উত্তরপ্রদেশে যোগীর মূর্তি বানিয়ে মন্দিরে রাম অবতারে পুজো

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

অযোধ্যা রাজ্য থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের নির্মাতা প্রভাকর মৌর্য একজন যোগী প্রচারক বলেই পরিচিত। যোগীর প্রশংসায় প্রভাকরের লেখা ভজনই বাজানো হয়েছে মন্দিরে। যোগীর মূর্তিটি তৈরি করেছেন প্রভাকরের এক বন্ধু। দুই মাস আগেই এই মূর্তি তৈরি করা হয়। প্রভাকর মৌর্য ২০১৪ থেকে যোগী প্রচারক বলে পরিচিত। মন্দিরটির প্রচারের জন্য ভজনের অডিও ও ভিডিও ক্যাসেট প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

অযোধ্যার ভরতকুন্ডের কাছে নির্মিত এই মন্দিরে এইভাবেই পূজিত হচ্ছেন যোগী আদিত্যনাথ। এমন সময়ে মন্দিরে যোগীর বন্দনা চলছে,  যখন উত্তরপ্রদেশের দীর্ঘ দিনের প্রতিশ্রুত রামের মন্দির নির্মাণের কাজ চলছে।

 

প্রভাকর মৌর্য অযোধ্যা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে মন্দিরটি তৈরি করেছেন, যা ভগবান রামের জন্মস্থান হিসাবে বিবেচিত হয়। মন্দিরটি অযোধ্যা-গোরখপুর জাতীয় ভরতকুন্ডের কাছে। যেখানে ভগবান রামের ভাই ভরত ১৪ বছর ধরে সিংহাসনে রামের পাদুকা রেখে রাজ্যের শাসনভার সামলেছিলেন।
প্রভাকর মৌর্য জানিয়েছেন, অযোধ্যায় যেখানে রামের মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যোগী আদিত্যনাথ। সেই মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে।

 

প্রভাকর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচ্চতা ৫.৪ ইঞ্চি। সেই উচ্চতার কথা মাথায় রেখে যোগীর মূর্তি নির্মাণ করা হয়েছে। মূর্তির গায়ে রয়েছে গেরুয়া বসন। মুখ্যমন্ত্রী যেমন বস্ত্র পরিধান করেন, সেই দিকে খেয়াল রেখেই মূর্তি তৈরি হয়েছে।