১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন

সামিমা এহসানা
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১.৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক দক্ষিণ মুম্বইকে নভি মুম্বই এর সঙ্গে জুড়ে দেবে। এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল বিহারি বাজপেয়ী সেউরি নাভা সেবা অটল সেতু। নির্মাণ করতে খরচ হয়েছে ২১ হাজার ২০০ কোটি টাকা।
সেউরি থেকে নাভা সেবা যেতে সময় লাগত ২ ঘন্টা। সেতুর উদ্বোধনের পর এই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ১৫–২০ মিনিট।

সেতুর ১৬.৫০ কিলোমিটার তৈরি হয়েছে সমুদ্রের মাঝে, বাকিটা স্থলভাগের উপর। এই সেতু ব্যবহার করলে পেট্রোলের খরচ বাঁচবে প্রায় ৫০০ টাকা বলে জানিয়েছে আধিকারিকরা। ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে সেতুর উপর গাড়ি চালানো যাবে। তবে বাইক, অটো রিক্সা বা ট্রাক্টর নিয়ে সেতুতে চড়া যাবে না। ৬ লেনের এই সেতুর উপর চড়তে হলে একবারের জন্য ২৫০ টাকা টোল ট্যাক্স দিতে হবে। একসঙ্গে আসা–যাওয়ার টোল দিলে ৩৭৫ টাকা। আর আলাদা আলাদা করে আসা যাওয়ার টোল কাটালে ৫০০ টাকা গুনতে হবে।
প্রতিদিন ৭০ হাজার গাড়ি এই সেতুর উপর চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ৭০ হাজার গাড়ি যদি শুধু যাওয়ার জন্য টোল কাটে তাহলেও প্রতিদিন ১ কোটি ৭৫ লক্ষ টাকা আয় হবে সরকারের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন

আপডেট : ১১ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১.৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক দক্ষিণ মুম্বইকে নভি মুম্বই এর সঙ্গে জুড়ে দেবে। এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল বিহারি বাজপেয়ী সেউরি নাভা সেবা অটল সেতু। নির্মাণ করতে খরচ হয়েছে ২১ হাজার ২০০ কোটি টাকা।
সেউরি থেকে নাভা সেবা যেতে সময় লাগত ২ ঘন্টা। সেতুর উদ্বোধনের পর এই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ১৫–২০ মিনিট।

সেতুর ১৬.৫০ কিলোমিটার তৈরি হয়েছে সমুদ্রের মাঝে, বাকিটা স্থলভাগের উপর। এই সেতু ব্যবহার করলে পেট্রোলের খরচ বাঁচবে প্রায় ৫০০ টাকা বলে জানিয়েছে আধিকারিকরা। ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে সেতুর উপর গাড়ি চালানো যাবে। তবে বাইক, অটো রিক্সা বা ট্রাক্টর নিয়ে সেতুতে চড়া যাবে না। ৬ লেনের এই সেতুর উপর চড়তে হলে একবারের জন্য ২৫০ টাকা টোল ট্যাক্স দিতে হবে। একসঙ্গে আসা–যাওয়ার টোল দিলে ৩৭৫ টাকা। আর আলাদা আলাদা করে আসা যাওয়ার টোল কাটালে ৫০০ টাকা গুনতে হবে।
প্রতিদিন ৭০ হাজার গাড়ি এই সেতুর উপর চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ৭০ হাজার গাড়ি যদি শুধু যাওয়ার জন্য টোল কাটে তাহলেও প্রতিদিন ১ কোটি ৭৫ লক্ষ টাকা আয় হবে সরকারের।