০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অসমে বুনো হাতির আক্রমণে শিশু সহ নিহত তিন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 41

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বুনো হাতির আক্রমণে সোমবার সকালে অসমে প্রাণ হারিয়েছেন শিশু সহ তিনজন। মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে খাবারের খোঁজে নেমে আসে ওই হাতির দল।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

সোমবার সকালে অসম- মেঘালয় সীমান্তে লখিপুরের কাছে কুরাং গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে অসমে লখিপুরের কাছে যখন খাদ্যের সন্ধানে হাতির দল ঘুরছিল তাদের সামনে পড়ে যায় ওই তিনজন। মূহুর্তের মধ্যে শিশু সহ তিনজনকে পিষে দেয় হাতির দল।

আরও পড়ুন: অসমে নয়া গ্যাস ভান্ডার, ৫ দিন ধরে তীব্র গতিতে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস

উল্লেখ্য গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলার মুখে পড়েছিলেন এক যুবক। এছাড়াও গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বুনো হাতির আক্রমণে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছিল। বুনো হাতির দল যাতে এভাবে লোকালয়ে হামলা চালাতে না পারে তার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে বনদফতর জানিয়েছে।

আরও পড়ুন: অসমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, ভূমিধসে পাঁচজনের মৃত্যু

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমে বুনো হাতির আক্রমণে শিশু সহ নিহত তিন

আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বুনো হাতির আক্রমণে সোমবার সকালে অসমে প্রাণ হারিয়েছেন শিশু সহ তিনজন। মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে খাবারের খোঁজে নেমে আসে ওই হাতির দল।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

সোমবার সকালে অসম- মেঘালয় সীমান্তে লখিপুরের কাছে কুরাং গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে অসমে লখিপুরের কাছে যখন খাদ্যের সন্ধানে হাতির দল ঘুরছিল তাদের সামনে পড়ে যায় ওই তিনজন। মূহুর্তের মধ্যে শিশু সহ তিনজনকে পিষে দেয় হাতির দল।

আরও পড়ুন: অসমে নয়া গ্যাস ভান্ডার, ৫ দিন ধরে তীব্র গতিতে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস

উল্লেখ্য গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলার মুখে পড়েছিলেন এক যুবক। এছাড়াও গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বুনো হাতির আক্রমণে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছিল। বুনো হাতির দল যাতে এভাবে লোকালয়ে হামলা চালাতে না পারে তার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে বনদফতর জানিয়েছে।

আরও পড়ুন: অসমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, ভূমিধসে পাঁচজনের মৃত্যু