২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভুলবশত’ ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে পাকিস্তানে পড়েছিল ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ ভারতের

মাসুদ আলি
  • আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার
  • / 59

পুবের কলম ওয়েবডেস্ক : রুটিন রক্ষণাবেক্ষণের সময় যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তার জেরেই ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়ে গিয়েছিল। যা পাকিস্তানের ভূখণ্ড গিয়ে পড়েছে বলে জানা গিয়েছে।‘টেকনিক্যাল ম্যালফাংশান’। প্রযুক্তিগত ত্রুটি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র (Pakistan Missile) ছোড়া নিয়ে এমনই জানাল প্রতিরক্ষা মন্ত্রক। ওই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করা হয়েছে ভারতের তরফে।

প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, “২০২২ সালের ৯ মার্চ কয়েকটি ক্ষেপণাস্ত্রের রুটিনমাফিক মেনটেন্যান্স করা হচ্ছিল। এমন সময় প্রযুক্তিগত ত্রুটির জন্য একটি ক্ষেপণাস্ত্র চালু হয়ে যায়।” এই ঘটনাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত সরকার । কীভাবে ক্ষেপণাস্ত্রটি চালু হয়ে গেল, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কী ভাবে এমন ভুল হল তা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতোমধ্যে ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

একই সঙ্গে ভারতের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এই দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণ যায়নি।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভুলবশত’ ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে পাকিস্তানে পড়েছিল ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ ভারতের

আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : রুটিন রক্ষণাবেক্ষণের সময় যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তার জেরেই ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়ে গিয়েছিল। যা পাকিস্তানের ভূখণ্ড গিয়ে পড়েছে বলে জানা গিয়েছে।‘টেকনিক্যাল ম্যালফাংশান’। প্রযুক্তিগত ত্রুটি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র (Pakistan Missile) ছোড়া নিয়ে এমনই জানাল প্রতিরক্ষা মন্ত্রক। ওই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করা হয়েছে ভারতের তরফে।

প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, “২০২২ সালের ৯ মার্চ কয়েকটি ক্ষেপণাস্ত্রের রুটিনমাফিক মেনটেন্যান্স করা হচ্ছিল। এমন সময় প্রযুক্তিগত ত্রুটির জন্য একটি ক্ষেপণাস্ত্র চালু হয়ে যায়।” এই ঘটনাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত সরকার । কীভাবে ক্ষেপণাস্ত্রটি চালু হয়ে গেল, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কী ভাবে এমন ভুল হল তা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতোমধ্যে ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

একই সঙ্গে ভারতের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এই দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণ যায়নি।’