১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত গনতন্ত্রের মা, ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় মন্তব্য মোদির

পুবের কলম,ওয়েবডেস্ক: ভারত গনতন্ত্রের মা। ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সামিটের নেতা পর্যায়ের প্লেনারিতে জো বাইডেনের সঙ্গে সহসঞ্চালক ছিলেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয় এদিনের সামিটে বক্তব্য রাখতে গিয়ে ভারতের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এছাড়াও ‘ভারতীয় নাগরিকদের সমবেত চেষ্টারও ভূয়সী প্রশংসা করা হয়।’ এই সভায় ভারতের প্রধানমন্ত্রী কী কী বললেন দেখে নেওয়া যাক এক নজরে,

১) মোদি বলেন, আমাদের মহাকাব্য মহভারতে বর্ণনা করেছে যে, নাগরিকদের প্রথম কর্তব্য তাঁদের নিজস্ব নেতা বেছে নেওয়া। আমাদের পবিত্র বেদগুলি বিস্তৃত পরামর্শ দাতা সংস্থাগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করার কথা বলে। প্রাচীন ভারতে প্রজাতান্ত্রিক রাজ্যগুলির অনেক ঐতিহাসিক প্রমাণ রয়েছে যেখানে শাসকরা বংশগত ছিলেন না।

২)মোদি বলেন, ‘(সবকা সাথ সবকা বিকাশ)’ প্রকল্পের মাধ্যমে ভারত অনেকটা এগিয়ে গেছে। ভারতে ‘আমাদের এগিয়ে চলার দর্শন হচ্ছে, সকলের সাথে সকলের বিকাশ।

৩) গণতন্ত্রের গুণাগুণ নিয়ে অনেক কিছু বলার আছে। তবে, ভারত বিভিন্ন বিশ্বস্তরের চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বিশ্বের প্রগতিশীল অর্থনীতি। এটা নিজে থেকেই গণতন্ত্রের ক্ষেত্রে একটি বড় বিজ্ঞাপন। এটাই বলতে পারে যে, ‘গণতন্ত্রই পারে’।

৪) প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু একটি কাঠামোই নয়, এটি আত্মা। এটি এমন এক বিশ্বাসের উপর ভিত্তি করে রয়েছে, যেখানে প্রতিটি মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ।

৫)মোদি বলেন, আমাদের আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াই হোক কিম্বা, জল সংরক্ষণ, অথবা সকলকে পরিচ্ছন্ন জ্বালানি প্রদানই হোক, সব কয়টি উদ্যোগই দেশের নাগরিকদের সমবেত চেষ্টার ফসল।

৬) মোদি এদিনের ভ্যাকসিন মৈত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বসুধৈব কুটুম্বকম’ এর স্লোগানে ভর করে এই উদ্যোগে কোটি কোটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত গনতন্ত্রের মা, ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় মন্তব্য মোদির

আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ভারত গনতন্ত্রের মা। ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সামিটের নেতা পর্যায়ের প্লেনারিতে জো বাইডেনের সঙ্গে সহসঞ্চালক ছিলেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয় এদিনের সামিটে বক্তব্য রাখতে গিয়ে ভারতের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এছাড়াও ‘ভারতীয় নাগরিকদের সমবেত চেষ্টারও ভূয়সী প্রশংসা করা হয়।’ এই সভায় ভারতের প্রধানমন্ত্রী কী কী বললেন দেখে নেওয়া যাক এক নজরে,

১) মোদি বলেন, আমাদের মহাকাব্য মহভারতে বর্ণনা করেছে যে, নাগরিকদের প্রথম কর্তব্য তাঁদের নিজস্ব নেতা বেছে নেওয়া। আমাদের পবিত্র বেদগুলি বিস্তৃত পরামর্শ দাতা সংস্থাগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করার কথা বলে। প্রাচীন ভারতে প্রজাতান্ত্রিক রাজ্যগুলির অনেক ঐতিহাসিক প্রমাণ রয়েছে যেখানে শাসকরা বংশগত ছিলেন না।

২)মোদি বলেন, ‘(সবকা সাথ সবকা বিকাশ)’ প্রকল্পের মাধ্যমে ভারত অনেকটা এগিয়ে গেছে। ভারতে ‘আমাদের এগিয়ে চলার দর্শন হচ্ছে, সকলের সাথে সকলের বিকাশ।

৩) গণতন্ত্রের গুণাগুণ নিয়ে অনেক কিছু বলার আছে। তবে, ভারত বিভিন্ন বিশ্বস্তরের চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বিশ্বের প্রগতিশীল অর্থনীতি। এটা নিজে থেকেই গণতন্ত্রের ক্ষেত্রে একটি বড় বিজ্ঞাপন। এটাই বলতে পারে যে, ‘গণতন্ত্রই পারে’।

৪) প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু একটি কাঠামোই নয়, এটি আত্মা। এটি এমন এক বিশ্বাসের উপর ভিত্তি করে রয়েছে, যেখানে প্রতিটি মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ।

৫)মোদি বলেন, আমাদের আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াই হোক কিম্বা, জল সংরক্ষণ, অথবা সকলকে পরিচ্ছন্ন জ্বালানি প্রদানই হোক, সব কয়টি উদ্যোগই দেশের নাগরিকদের সমবেত চেষ্টার ফসল।

৬) মোদি এদিনের ভ্যাকসিন মৈত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বসুধৈব কুটুম্বকম’ এর স্লোগানে ভর করে এই উদ্যোগে কোটি কোটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান