পৃথিবীর ১০০ টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৩৯ টি ভারতের
- আপডেট : ২০ নভেম্বর ২০২৪, বুধবার
- / 177
নয়াদিল্লি, ২০ নভেম্বর: ভারত তার প্রতিদ্বন্দ্বী দেশ চীনের থেকে অনেক এগিয়ে। কারণ বিশ্বব্যাপী ১০০ টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে সবচেয়ে বেশি শহর ভারতেই। ভারতের বাতাসে দূষণের মাত্রা বাড়ছে হুহু করে। কালো ধোঁয়ায় ঢাকছে শহরগুলো। বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। স্বচ্ছ ভারতে স্বচ্ছ বাতাস পিছু হঠছে ক্রমাগত।
শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ টি শহরের মধ্যে ৩৯টিই ভারতের। চীনের তালিকায় ৩০টি শহর রয়েছে। দেশে দিল্লির পরেই সবচেয়ে দূষিত শহর কলকাতা। চেন্নাইয়ে দূষণ থাকলেও তুলনামূলকভাবে সবচেয়ে পরিষ্কার দক্ষিণের এই শহর। তথ্য বলছে, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে ২০১৭ সালের পর থেকে দূষণের মাত্রা বেড়েছে।
অন্যদিকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তর ভারতে বায়ুদূষণের প্রভাব বাড়তে শুরু করেছে। এই দূষণের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজধানী দিল্লি ও তার আশেপাশে বসবাসকারী প্রায় ৩ কোটি মানুষের ওপর। শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের উপর এর প্রভাব সর্বাধিক। এমনকি আজকাল দিল্লিতে দূষণের প্রভাব এতটাই মারাত্মক যে এটি একজন সুস্থ ব্যক্তিরও মারাত্মক রোগের কারণ হতে পারে।






























