১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ভারতের ১৫ শহরে হামলার দায় অস্বীকার পাকিস্তানের

ভারত-পাকিস্তান সংঘাতের লাইভ আপডেট

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 628

পুবের কলম, ওয়েব ডেস্ক: 1: 33 AM- জম্মু ও কাশ্মীরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান।  জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলিতে  ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওই ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা।

1:30 am-   আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করল পাকিস্তান। কোনও অসামরিক বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানের কোনও বিমানবন্দর থেকেও কোনও উড়ান উড়তে পারবে না বলে জানানো হয়েছে। এমনকী দেশের মধ্যেও কোনও বিমান চলাচল করতে পারবে না।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

 

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

1:20 AM- পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

 

12:00 AM-  যুদ্ধবিরতি ভেঙে ফের নিয়ন্ত্রণ রেখায় গুলি পাক সেনার। উরি, কুপওয়াড়া, টাংধার, কারনা এলাকায় নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি। গুলির জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।

 

11: 49 PM:  পাক হামলার আবহে বিশেষ বৈঠকে বসেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিরা। আমজনতাকে চূড়ান্ত সতর্ক করেছে পাঞ্জাব পুলিশ। বিশেষত গুজব থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

* হিংসা বন্ধের ডাক’! পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন সচিব মার্কো রুবিয়ো। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, হিংসা থামানোর ডাক দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিয়ো।

*ভারতে হামলার দায় অস্বীকার করল পাকিস্তান! সূত্রের খবর, ভারতের একাধিক শহরে পাক হামলার খবর মানতে চায়নি সেদেশের প্রশাসন।

* রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় আলো বন্ধ করে ‘ব্ল্যাক আউট’ করা হয়েছে। পঞ্জাবে আগামী তিন দিন বন্ধ স্কুল, কলেজ। জম্মু ও কাশ্মীরে শুক্রবার স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে।

* প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর,  জম্মু ও কাশ্মীরের নওসেরায় দু’টি পাকিস্তানি ড্রোনকরে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। 

⇒ এছাড়া জানা গেছে, জম্মু-কাশ্মীরের নৌশেরায় দুটি পাক ড্রোন গুলি করে নামানো হয়েছে। সবমিলিয়ে পাকিস্তানি বায়ুসেনার চারটি ফাইটার জেট গুলি করে নামানো হয়েছে বলে জানা গিয়েছে।

⇒ পাকিস্তানের হামলার আশঙ্কায় ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে।  শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে ওই জেলা প্রশাসন। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।

⇒  সীমান্তে পাক গোলাবর্ষণের জেরে মৃত্যু হয়েছে নার্গিস নামে এক মহিলার। গোলাবর্ষণে গুরুতর আহত আরও এক মহিলা।

⇒ দিল্লিতে ইন্ডিয়া গেটের আশেপাশে পর্যটকদের প্রবেশ আপাতত নিষিদ্ধ করল প্রশাসন।

উরি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও এই নিয়ে প্রশাসন বা সেনার তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি পেশ করা হয়নি।

⇒  রাজস্থানে পুলিশের ছুটি বাতিল করা হল।

⇒ পিটিআই সূত্রে জানা গিয়েছে,  ভারতে আট হাজারের বেশি এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই কাজ করেছে তারা। 

* পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করে দিল এয়ার ডিফেন্স সিস্টেম। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের আরও দু’টি জেএফ ১৭ যুদ্ধবিমান।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের ১৫ শহরে হামলার দায় অস্বীকার পাকিস্তানের

ভারত-পাকিস্তান সংঘাতের লাইভ আপডেট

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: 1: 33 AM- জম্মু ও কাশ্মীরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান।  জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলিতে  ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওই ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা।

1:30 am-   আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করল পাকিস্তান। কোনও অসামরিক বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানের কোনও বিমানবন্দর থেকেও কোনও উড়ান উড়তে পারবে না বলে জানানো হয়েছে। এমনকী দেশের মধ্যেও কোনও বিমান চলাচল করতে পারবে না।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

 

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

1:20 AM- পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

 

12:00 AM-  যুদ্ধবিরতি ভেঙে ফের নিয়ন্ত্রণ রেখায় গুলি পাক সেনার। উরি, কুপওয়াড়া, টাংধার, কারনা এলাকায় নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি। গুলির জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।

 

11: 49 PM:  পাক হামলার আবহে বিশেষ বৈঠকে বসেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিরা। আমজনতাকে চূড়ান্ত সতর্ক করেছে পাঞ্জাব পুলিশ। বিশেষত গুজব থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

* হিংসা বন্ধের ডাক’! পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন সচিব মার্কো রুবিয়ো। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, হিংসা থামানোর ডাক দিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিয়ো।

*ভারতে হামলার দায় অস্বীকার করল পাকিস্তান! সূত্রের খবর, ভারতের একাধিক শহরে পাক হামলার খবর মানতে চায়নি সেদেশের প্রশাসন।

* রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় আলো বন্ধ করে ‘ব্ল্যাক আউট’ করা হয়েছে। পঞ্জাবে আগামী তিন দিন বন্ধ স্কুল, কলেজ। জম্মু ও কাশ্মীরে শুক্রবার স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে।

* প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর,  জম্মু ও কাশ্মীরের নওসেরায় দু’টি পাকিস্তানি ড্রোনকরে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। 

⇒ এছাড়া জানা গেছে, জম্মু-কাশ্মীরের নৌশেরায় দুটি পাক ড্রোন গুলি করে নামানো হয়েছে। সবমিলিয়ে পাকিস্তানি বায়ুসেনার চারটি ফাইটার জেট গুলি করে নামানো হয়েছে বলে জানা গিয়েছে।

⇒ পাকিস্তানের হামলার আশঙ্কায় ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে।  শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে ওই জেলা প্রশাসন। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।

⇒  সীমান্তে পাক গোলাবর্ষণের জেরে মৃত্যু হয়েছে নার্গিস নামে এক মহিলার। গোলাবর্ষণে গুরুতর আহত আরও এক মহিলা।

⇒ দিল্লিতে ইন্ডিয়া গেটের আশেপাশে পর্যটকদের প্রবেশ আপাতত নিষিদ্ধ করল প্রশাসন।

উরি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও এই নিয়ে প্রশাসন বা সেনার তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি পেশ করা হয়নি।

⇒  রাজস্থানে পুলিশের ছুটি বাতিল করা হল।

⇒ পিটিআই সূত্রে জানা গিয়েছে,  ভারতে আট হাজারের বেশি এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই কাজ করেছে তারা। 

* পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করে দিল এয়ার ডিফেন্স সিস্টেম। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের আরও দু’টি জেএফ ১৭ যুদ্ধবিমান।