১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ইডেনে

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 64

পুবের কমল ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনাল ও একটি কোয়ালিফায়ারের ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়ায় প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। এরই মধ্যে দেশের ক্রিকেটে আর একবার ভেন্যু বদল। আর এবারও তাতে জড়িয়ে রয়েছে ইডেনের নাম।

সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০-১৪ অক্টোবর ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টটি আয়োজিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচটি সরে যাচ্ছে দিল্লির অরুণ জেঠলি স্টেডিয়ামে। অন্যদিকে ইডেনে নিয়ে আসা হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট। যে ম্যাচটি আয়োজিত হবে ১৪-১৮ নভেম্বর।

দিল্লিতে নভেম্বর-ডিসেম্বর মাসে বায়ুদূষণের মাত্রা খুব বেড়ে যায়। অতীতে এই সময় বিশ্বকাপের ম্যাচের অনুশীলনও দূষণের কারণে বাতিল করা হয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন, দিল্লিতে প্রতিবছর এই সমস্যা হয় না। তবে দেবজিৎ যাই বলুন না কেন, মনে করা হচ্ছে দূষণের কথা মাথায় রেখেই নভেম্বরে দিল্লিতে ম্যাচ আয়োজন করতে চাইছে না বোর্ড।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ইডেনে

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কমল ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনাল ও একটি কোয়ালিফায়ারের ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়ায় প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। এরই মধ্যে দেশের ক্রিকেটে আর একবার ভেন্যু বদল। আর এবারও তাতে জড়িয়ে রয়েছে ইডেনের নাম।

সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০-১৪ অক্টোবর ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টটি আয়োজিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচটি সরে যাচ্ছে দিল্লির অরুণ জেঠলি স্টেডিয়ামে। অন্যদিকে ইডেনে নিয়ে আসা হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট। যে ম্যাচটি আয়োজিত হবে ১৪-১৮ নভেম্বর।

দিল্লিতে নভেম্বর-ডিসেম্বর মাসে বায়ুদূষণের মাত্রা খুব বেড়ে যায়। অতীতে এই সময় বিশ্বকাপের ম্যাচের অনুশীলনও দূষণের কারণে বাতিল করা হয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন, দিল্লিতে প্রতিবছর এই সমস্যা হয় না। তবে দেবজিৎ যাই বলুন না কেন, মনে করা হচ্ছে দূষণের কথা মাথায় রেখেই নভেম্বরে দিল্লিতে ম্যাচ আয়োজন করতে চাইছে না বোর্ড।