১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় ভারত: প্রণয় ভার্মা

ইমামা খাতুন
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার
  • / 54

পুবের কলম,ওয়েবডেস্ক: আমাদের সম্পর্ক বহুমাত্রিক। এক-দুটি বিষয়কে কেন্দ্র করে সম্পর্কে ফাটল ধরার কোনও কারণ নেই। মঙ্গলবার বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সূত্রের খবর, আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে  মঙ্গলবার ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎও করেন প্রণয় ভার্মা

 

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে প্রণয় ভার্মা জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আগেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনও রাখতে চাই। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী। পারস্পারিক চাহিদা মেটাতে কাজ করতে আগ্রহী। সুতরাং একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না।

প্রসঙ্গত, সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় বলে জানা গেছে। আগরতলার ঘটনায় মোদি সরকারের তরফ থেকে দুঃখ প্রকাশ ও নিন্দা করার পাশাপাশি কর্তব্যরত পুলিশকে বরখাস্ত করেছে। তারপরও হাই কমিশনারকে তলব দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী বলে মনে করছেন ওয়াকিফহাল মহল।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় ভারত: প্রণয় ভার্মা

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আমাদের সম্পর্ক বহুমাত্রিক। এক-দুটি বিষয়কে কেন্দ্র করে সম্পর্কে ফাটল ধরার কোনও কারণ নেই। মঙ্গলবার বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সূত্রের খবর, আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে  মঙ্গলবার ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎও করেন প্রণয় ভার্মা

 

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে প্রণয় ভার্মা জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আগেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনও রাখতে চাই। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী। পারস্পারিক চাহিদা মেটাতে কাজ করতে আগ্রহী। সুতরাং একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না।

প্রসঙ্গত, সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় বলে জানা গেছে। আগরতলার ঘটনায় মোদি সরকারের তরফ থেকে দুঃখ প্রকাশ ও নিন্দা করার পাশাপাশি কর্তব্যরত পুলিশকে বরখাস্ত করেছে। তারপরও হাই কমিশনারকে তলব দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী বলে মনে করছেন ওয়াকিফহাল মহল।