পাকিস্তান হামলা চালালে ভারত আরও কড়া জবাব দেবে: ভান্সকে বার্তা মোদির

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঠিক ১৫ দিনের মাথায় পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিতে ভয়াবহ প্রত্যাঘাত হেনেছে ভারত। বুধবার রাতে পাকিস্তানের ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক পাক জঙ্গিঘাঁটি। হামলার জেরে একাধিক জঙ্গির মৃত্যু হয় বলে খবর। সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘরে আঘাত হানতেই বেপরোয়া হয়ে উঠেছে পাকিস্তান। দফায় দফায় নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি শুরু করে পাক সেনা। পাল্টা কড়া জবাব দেয় ভারতীয় সেনা। স্বাভাবিক ভাবেই ক্রমশ পড়শি দু’দেশের মধ্যে বাড়ছিল যুদ্ধের দামামা।
দুই পারমানবিক শক্তিধর দেশের উত্তেজনার আবহে শনিবারই ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প এক্স বার্তায় বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” বিদেশমন্ত্রকও সংঘর্ষবিরতির কথা সরকারিভাবে ঘোষণা করে। সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাক সেনা।
এই পরিস্থিতে সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভান্সকে মোদি কথোপকথনের বলেছেন, ‘দুই দেশের মধ্যে আলোচনা হলে শুধুমাত্র পিওকে নিয়ে আলোচনা হবে। এছাড়া আমাদের মধ্যে আর কোনও বিষয়ে আলোচচনার অবকাশ নেই। যদি পাকিস্তান সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করে তা হলে আমি রাজি।’ ভান্সকে মোদি সাফ জানিয়েছেন, ‘পাকিস্তান যদি আবার আক্রমণ করে, ভারত আরও কড়া জবাব দেবে।’
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বার্তালাপ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।