জম্মু-কাশ্মীরের শোপিয়ানে ৩ জঙ্গি নিকেশ ভারতীয় সেনার

- আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
- / 108
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সেনাবাহিনীর অভিযান। এনকাউন্টারে খতম তিন জঙ্গি। পাবলিক ইনফোরমেশনের অ্যাডিশনাল ডিরেক্টর জানিয়েছেন, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সুনির্দিষ্ট গোয়েন্দার তরফে জানানো হয়েছে, ১৩ মে শোপিয়ানের শোয়াকাল কেলারে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলে। সেনাবাহিনীর গুলিতে নিহত হয় তিন জঙ্গি। ভারত ও পাকিস্তান সংঘবিরতির মাত্র কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটল। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশ পহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তিনজন সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ্যে এনেছে। ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছে। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে ১১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। ৭৮ জন আহত হয়েছেন। পিটিআই সূত্রে খবর।
পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে ৬-৭ মে রাতে ভারত যখন অপারেশন সিঁদুর চালায় তখন ৪০ জন বেসামরিক নিহত হয়। ১২১ জন আহত হয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের দাবি নসাৎ করে দিয়ে জানায়, পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে শুধুমাত্র হামলা চালানো হয়েছে। পাকিস্তানের কোনও সামরিক এবং বেসামরিক স্থাপনার উপর হামলা চালানো হয়নি।