ভারতীয় সেনাবাহিনীর জয়কে কুর্নিশ জানিয়ে বিজয় মিছিল জয়নগরে

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 95
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে রবিবার বিকালে জয়নগর থানার বুড়োরঘাট এলাকা থেকে কয়েকশো নাগরিকদের নিয়ে বিজয় মিছিল জয়নগর মজিলপুর পৌর এলাকা ঘোরে।জয়নগর তিলিপাড়ায় গিয়ে এই বিজয় মিছিল শেষ হয়।এদিনের এই মিছিলে নাগরিকদের সাথে পা মেলালেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, বিজেপির রাজ্য নেতা সত্যপ্রিয় চক্রবর্তী সহ বিজেপির বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষ।
এই বিজয় মিছিলে ৭৫ ফুটের ভারতীয় পতাকা নিয়ে অংশ নেন নাগরিকরা।অপারেশন সিঁদুরের এই সাফল্যকে কুর্নিশ জানান এদিন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর।সেনাবাহিনীর এই সাফল্য ভারতের প্রতিটা মানুষের কাছে গর্বের।একজন ভারতীয় হিসাবে সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন প্রতিটা নাগরিক।