২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হলেন হিজাবি ভারতীয় মহিলা

মাসুদ আলি
  • আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার
  • / 134

পুবের কলম ওয়েবডেস্ক : যুক্তরাজ্যের শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন আওরঙ্গাবাদের হিজাব পরিহিতা সাবাহাত খান। এমন একটা সময়ে সাবাহাতের খোর সামনে এল যখন কর্ণাটকের হিজাব বিতর্ক সারা দেশে ছড়িয়ে পড়েছে। কর্ণাটক পড়ুয়াদের হিজাব পরিধানে সরকরি নিষাধাজ্ঞাতে যখন বৈধতা দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।আদালত বলেছে হিজাব ইসলামের অংশ নয়। আদালতের রায়ের আগেই গেরুয়াপন্থীরা হিজাবের বিরুদ্ধে ময়দানে নেমেছিল।সাবাহাত জানান,’মানুষের চোখে আমি একজন সাধারণ মানুষ। একজন ছাত্রনেত্রী। আমি তাদের প্রতিনিধি। আমার মধ্যে তারা সম্ভাবনা দেখেছে। তারা আমার পোশাক দেখেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই।’

জনস্বাস্থ্যে স্নাতকোত্তর করছেন সাবাহাত । তিনি শেফিল্ডের নির্বাচনে মোট ৬,৯০০ ভোটের মধ্যে ২,৫০০ ভোট পেয়ে জয়ী হন।স্বাগত খান বলেছেন যে ‘যারা হিজাব পরেন তাদের ক্ষমতায়নের জন্য তিনি সার্বিকভাবে চেষ্টা করবেন।’ “কোন বাঁধাধরা জিতে আমাকে থামানো যায়নি। এইভাবে কাউকে থামানো উচিত নয়।আমি কি পরে আছি, তার থেকে অনেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আছে।

সাবাহত বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন।করোনাকালে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসার হিসাবে তিনি বিশ্বের বহু পড়ুয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। তারা নানা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল।সম্প্রতি, আর এক হিজাবি মহিলা, বুশরা মতিন বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ভিটিইউ) প্রথম ছাত্রী হিসেবে ১৬টি স্বর্ণপদক জিতেছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হলেন হিজাবি ভারতীয় মহিলা

আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : যুক্তরাজ্যের শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন আওরঙ্গাবাদের হিজাব পরিহিতা সাবাহাত খান। এমন একটা সময়ে সাবাহাতের খোর সামনে এল যখন কর্ণাটকের হিজাব বিতর্ক সারা দেশে ছড়িয়ে পড়েছে। কর্ণাটক পড়ুয়াদের হিজাব পরিধানে সরকরি নিষাধাজ্ঞাতে যখন বৈধতা দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।আদালত বলেছে হিজাব ইসলামের অংশ নয়। আদালতের রায়ের আগেই গেরুয়াপন্থীরা হিজাবের বিরুদ্ধে ময়দানে নেমেছিল।সাবাহাত জানান,’মানুষের চোখে আমি একজন সাধারণ মানুষ। একজন ছাত্রনেত্রী। আমি তাদের প্রতিনিধি। আমার মধ্যে তারা সম্ভাবনা দেখেছে। তারা আমার পোশাক দেখেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই।’

জনস্বাস্থ্যে স্নাতকোত্তর করছেন সাবাহাত । তিনি শেফিল্ডের নির্বাচনে মোট ৬,৯০০ ভোটের মধ্যে ২,৫০০ ভোট পেয়ে জয়ী হন।স্বাগত খান বলেছেন যে ‘যারা হিজাব পরেন তাদের ক্ষমতায়নের জন্য তিনি সার্বিকভাবে চেষ্টা করবেন।’ “কোন বাঁধাধরা জিতে আমাকে থামানো যায়নি। এইভাবে কাউকে থামানো উচিত নয়।আমি কি পরে আছি, তার থেকে অনেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আছে।

সাবাহত বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন।করোনাকালে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসার হিসাবে তিনি বিশ্বের বহু পড়ুয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। তারা নানা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল।সম্প্রতি, আর এক হিজাবি মহিলা, বুশরা মতিন বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ভিটিইউ) প্রথম ছাত্রী হিসেবে ১৬টি স্বর্ণপদক জিতেছেন।