ভারতীয় নৌ সেনা প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জগজিৎ সিং, আজ শপথগ্রহণ

- আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় নৌ সেনা প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জগজিৎ সিং। রবিবার এই নয়া পদে শপথ গ্রহণ করবেন তিনি। উপ নৌসেনাপতি ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমদে শুক্রবার অবসর নিয়েছেন, তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন সঞ্জয় জগজিৎ সিং।
সিং এর আগে ডেপুটি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এর দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০০৯ সালে ভারতীয় নৌবাহিনীর মেরিটাইম ডকট্রিন, কৌশলগত নির্দেশিকা, ২০১৫ সালে ভারতীয় সমুদ্র নিরাপত্তা কৌশল সহ একাধিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জগজিৎ সিং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন। নৌবাহিনীর এক্সিকিউটিভ ব্র্যাঞ্চে কমিশন হন ১৯৮৬ সালে। তিনি ১৯৯২ সালে ন্যাভিগেশন এবং দিকনির্দেশনায় বিশেষীকরণ করেন এবং ২০০০ সালে যুক্তরাষ্ট্রের অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে অংশগ্রহণ করেন। ২০০৯ সালে মুম্বাইয়ের নেভাল ওয়ার কলেজে নেভাল হায়ার কমান্ড কোর্স সহ ২০১২ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কোর্স করেছেন। গত তিন দশক ধরে ভারতীয় নৌবাহিনীর একাধিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি।
শনিবার ভাইস অ্যাডমিরাল সুরজ বেরি নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন নিয়ন্ত্রক পার্সোনেল পরিষেবা হিসাবে দায়িত্ব নিয়েছেন। ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ নৌ অভিযানের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।