ভারতীয ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত!

- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 34
পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয ক্রিকেট দলের। তবে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই। এই অবস্থায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের বাংলদেশ সফর ঘিরে অনিশ্চিতা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ওই সফরে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। এ দিকে বিরাট ও রোহিত এখন শুধুমাত্র জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচই খেলেন।
ভারত যদি এই সফর বাতিল করে তা হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাই তারা এই সিরিজ করার জন্য মরিয়া হয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা বিসিসিআইয়ের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছি।
ওরা ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে। সিরিজ আগস্ট মাসে শুরু হওয়ার কথা রয়েছে। আমরা অলোচনা করছি যাতে সিরিজটা হয়। দরকার হলে সিরিজের সময় পিছিয়েও দেওয়া হতে পারে।’ তবে কেন্দ্রীর সরকারের যা মনোভাব তাতে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় দলের যাওয়ার সম্ভবনা বেশ কম।