১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৩.১৬ সেকেন্ডে এক থেকে পঞ্চাশ পর্যন্ত  টাইপ করে গিনেস বুকে ভারতীয় যুবক

সামিমা এহসানা
  • আপডেট : ২ জুলাই ২০২৩, রবিবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্কঃ কম্পিউটারে দ্রুত কাজের জন্য প্রয়োজন হয় দ্রুত টাইপিংয়ের। দ্রুত টাইপিং করে এ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক ভারতীয় যুবক। অন্ধ্র প্রদেশের পুনগানুরুর বাসিন্দা তিনি। নাম মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে এক থেকে পঞ্চাশ অবধি টাইপ করেছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ওই যুবক।

এই বিশ্বরেকর্ডের কথা অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। সেখানে লেখা হয়েছে, তনতুন রেকর্ড: ১ থেকে ৫০ অবধি দ্রুত টাইপিং করেছেন ভারতের মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে। মেজারির টাইপিং ভিডিয়ো দেখে খুশি নেটিজেনরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৩.১৬ সেকেন্ডে এক থেকে পঞ্চাশ পর্যন্ত  টাইপ করে গিনেস বুকে ভারতীয় যুবক

আপডেট : ২ জুলাই ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কম্পিউটারে দ্রুত কাজের জন্য প্রয়োজন হয় দ্রুত টাইপিংয়ের। দ্রুত টাইপিং করে এ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক ভারতীয় যুবক। অন্ধ্র প্রদেশের পুনগানুরুর বাসিন্দা তিনি। নাম মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে এক থেকে পঞ্চাশ অবধি টাইপ করেছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ওই যুবক।

এই বিশ্বরেকর্ডের কথা অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। সেখানে লেখা হয়েছে, তনতুন রেকর্ড: ১ থেকে ৫০ অবধি দ্রুত টাইপিং করেছেন ভারতের মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে। মেজারির টাইপিং ভিডিয়ো দেখে খুশি নেটিজেনরা।