বিপুল বিনিয়োগ ছাড়াই ইউএই-তে গোল্ডেন ভিসার সুযোগ ভারতীয়দের

- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 131
আবুধাবি: দীর্ঘমেয়াদী রেসিডেন্সি কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভারতীয় নাগরিকদের জন্য মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা স্কিম চালু করেছে দেশটি। এর ফলে রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগ ছাড়াই আজীবন বসবাস করতে পারবেন ভারতীয়রা। এতদিন গোল্ডেন ভিসা পেতে ন্যূনতম ২০ লক্ষ দিরহাম (ভারতীয় ৪.৬৫ কোটি টাকা) সম্পত্তি বিনিয়োগের প্রয়োজন হত। এবার থেকে সেই নিয়মে বদল এনে ভারতীদের সুখবর দিল ইউএই। বিপুল বিনিয়োগ না করেই দেশটিতে বসবাসের অনুমতি পাবেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন চালু হওয়া মডেলের অধীনে যোগ্য ভারতীয়রা এককালীন ফি বাবদ এক লক্ষ দিরহাম (প্রায় ২৩.২৮ লক্ষ টাকা) দিয়ে আবেদন করতে পারবেন। ভারত ও বাংলাদেশকে এই মডেলের অধীনে প্রথম পর্যায়ে নির্বাচিত করা হয়েছে। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) সাথে সামঞ্জস্যপূর্ণ এই মডেল। নতুন নিয়মের অধীনে প্রাথমিক তিন মাসের পর্যায়ে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক আবেদন করবেন বলে আশা করা হচ্ছে।
কি এই গোল্ডেন ভিসা?
সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা হল একটি দীর্ঘমেয়াদী রেসিডেন্সি প্রোগ্রাম। যা ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রের বিদেশী বিনিয়োগকারী, উদ্যোক্তা, দক্ষ পেশাদার, গবেষক এবং ব্যতিক্রমী প্রতিভাদের আকৃষ্ট করার জন্য চালু করা হয়েছিল। স্থানীয় স্পনসরের প্রয়োজন ছাড়াই ৫ বা ১০ বছরের জন্য সফল আবেদনকারীদের আবাসনের অনুমতি দেওয়া এবং পুনর্নবীকরণের সুযোগ পায়।
মূলত এই ভিসা অর্থবান ব্যক্তিদের জন্যি দেওয়া হয়। রিয়েল এস্টেট, ব্যবসা বা সরকারী খাতের অবদানগুলিতে যথেষ্ট বিনিয়োগের প্রয়োজন হয়। সময়ের সাথে সাথে বিজ্ঞানী, ডাক্তার, শিক্ষক, সামগ্রী নির্মাতা, অসামান্য শিক্ষার্থী, শিল্পী এবং ফ্রন্টলাইন কর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য যোগ্যতা প্রসারিত হওয়ার পর তাদেরও সুযোগ দেওয়া হয়। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাত রিয়েল এস্টেট বিনিয়োগের থ্রেশহোল্ডকে ২ মিলিয়ন দিরহামে নামিয়ে এনেছে। এটি বিনিয়োগকারীদের সাধ্যের মধ্যে নিয়ে আসা হয়।