০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন নয়: কিয়ার স্টারমার
সুস্মিতা
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 150
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতি শিথিল করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দিনের ভারত সফরে এসে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ভিসা নয়, বরং ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি।” ব্রিটেনের লেবার সরকার বর্তমানে অভিবাসন কমানোর নীতিতে কাজ করছে।
স্টারমার বলেন, ভারতের সঙ্গে তাঁদের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ‘বিস্তৃত সুযোগ’ রয়েছে। তবে ভারতীয় শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ভিসার পাওয়ার সুযোগ-সুবিধা বৃদ্ধির কোনো পরিকল্পনা তাঁদের নেই।
গত জুলাইয়ে ভারত-যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যচুক্তি সই হলেও তাতে ভিসা সংক্রান্ত কোনো নতুন সুবিধা নেই। স্টারমার জানান, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করা ও বিনিয়োগ বাড়ানো। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।



































