০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম অ্যাপেল স্টোর খুলল মুম্বইয়ে, ক্রেতাদের স্বাগত জানালেন টিম কুক

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 62

পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতে প্রথমবার খুচরো বাজারে পথ চলা শুরু  হল অ্যাপেলের। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে সকাল ১১ টা নাগাদ খুলল অ্যাপেলের রিটেল স্টোর। দোকানের বাইরে অপেক্ষারত উৎসুক ক্রেতাদের স্বাগত জানান সংস্থার সিইও টিম কুক। এতদিন অন্য সংস্থার সঙ্গে মিলে ভারতে ব্যবসা করত অ্যাপেল। তাদের নিজস্ব কোনও স্টোর ছিল না।

আগামী ২০ এপ্রিল দিল্লিতে আরও একটি রিটেল স্টোর খুলবে আমেরিকার স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। মুম্বইয়ের নতুন এই স্টোরে ১০০ জনেরও বেশি কর্মচারী রয়েছেন, যাঁরা ২০টি ভাষা জানেন।

মুম্বইয়ের-র অ্যাপল স্টোরের অন্যতম আকর্ষণ হল অ্যাপেল জিনিয়াস। এই বিশেষ প্রযুক্তি ক্রেতার প্রয়োজন অনুযায়ী তাঁকে পণ্য নির্বাচন করতে সাহায্য করবে। তাছাড়া কোনও পণ্য কেনার পর বিলের জন্য লাইনে দাঁড়াতে হবে না। ক্রেতা দোকানের যেখানেই দাঁড়িয়ে থাকুন, সেখানেই ক্রেতার অর্ডার রেকর্ড করে নিতে পারবে অ্যাপেল জিনিয়াস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের প্রথম অ্যাপেল স্টোর খুলল মুম্বইয়ে, ক্রেতাদের স্বাগত জানালেন টিম কুক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতে প্রথমবার খুচরো বাজারে পথ চলা শুরু  হল অ্যাপেলের। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে সকাল ১১ টা নাগাদ খুলল অ্যাপেলের রিটেল স্টোর। দোকানের বাইরে অপেক্ষারত উৎসুক ক্রেতাদের স্বাগত জানান সংস্থার সিইও টিম কুক। এতদিন অন্য সংস্থার সঙ্গে মিলে ভারতে ব্যবসা করত অ্যাপেল। তাদের নিজস্ব কোনও স্টোর ছিল না।

আগামী ২০ এপ্রিল দিল্লিতে আরও একটি রিটেল স্টোর খুলবে আমেরিকার স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। মুম্বইয়ের নতুন এই স্টোরে ১০০ জনেরও বেশি কর্মচারী রয়েছেন, যাঁরা ২০টি ভাষা জানেন।

মুম্বইয়ের-র অ্যাপল স্টোরের অন্যতম আকর্ষণ হল অ্যাপেল জিনিয়াস। এই বিশেষ প্রযুক্তি ক্রেতার প্রয়োজন অনুযায়ী তাঁকে পণ্য নির্বাচন করতে সাহায্য করবে। তাছাড়া কোনও পণ্য কেনার পর বিলের জন্য লাইনে দাঁড়াতে হবে না। ক্রেতা দোকানের যেখানেই দাঁড়িয়ে থাকুন, সেখানেই ক্রেতার অর্ডার রেকর্ড করে নিতে পারবে অ্যাপেল জিনিয়াস।